Attempt to Murder

নৈহাটিতে প্রতিবেশী কিশোরকে পর পর ধারালো অস্ত্র দিয়ে কোপ, খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত যুবক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ। অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। এলাকারই একটি বাগান থেকে শুভ মজুমদারকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে দেবাংশের মা বুল্টি সরকার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১২:২৩

বাড়ির প্রতিবেশী কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে পর পর কোপ মেরে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুরের বেরা কালীতলা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই কিশোর হাসপাতালে ভর্তি রয়েছে। কী কারণে তাঁর ওপর হামলা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। যদিও ধৃতের পরিবারের দাবি, তাদের ছেলে মানসিক অবসাদে ভুগছে। বেশ কয়েক বার রিহ‍্যাবে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ওই দিন অষ্টম শ্রেণির ছাত্র দেবাংশ সরকারের ওপর হামলা চালায় শুভ মজুমদার নামে এক যুবক। স্থানীয়দের অভিযোগ, দেবাংশের ওপরে অতর্কিতে হামলা চালায় শুভ। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওপর পর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। স্থানীয়দেপ চিৎকার শুনে এর পরেই সেখান থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় দেবাংশকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ। অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। এলাকারই একটি বাগান থেকে শুভ মজুমদারকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে দেবাংশের মা বুল্টি সরকার।

অন‍্যদিকে, অভিযুক্তের পরিবারের কথায়, তাঁদের ছেলে এর আগে মুম্বইয়ের কাজ করত। সেখানে হেরোইনের নেশা আশক্ত হয়। পরে এখানে তাকে নিয়ে আসা এলেও সুস্থই ছিল। কিন্তু পরে আবার গাঁজার নেশা শুরু করে। তিন বার রেহাব সেন্টারে পাঠানো হয়। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আসল কারণ জানার চেষ্টা করছে। 


Share