Murder Case

পরকীয়ার জেরে স্ত্রীকে খুন, পরে মাকে ফোনে স্বীকারোক্তি,গ্রেফতার স্বামী

স্ত্রীর পরকীয়া সন্দেহে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, স্ত্রীকে হত্যা করে ফোনে মাকে অপরাধের কথা জানান দেবাশিস নস্কর। পরে খাল থেকে উদ্ধার হয় মৃতদেহ। গ্রেফতার অভিযুক্ত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ঘটকপুকুর
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৫:১৮

স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে তাঁকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দেবাশিস নস্কর। দাম্পত্য কলহের জেরে স্ত্রী মৌমিতা নস্করকে তিনি খুন করেন বলে অভিযোগ। খুনের কথা স্বীকারও করেছেন অভিযুক্ত। স্ত্রীকে খুনের পরে মাকে অপরাধের কথাও জানিয়েছেন। মা-ই প্রতিবেশীদের মাধ্যমে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে খবর, প্রায়শই অশান্তি হতো দম্পতির।অভিযোগ, মৌমিতা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। একাধিক বার তিনি শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতেও শুরু করেন। বৃহস্পতিবার রাতেও দম্পতির তুমুল অশান্তি হয় বলে পরিবার সূত্রের খবর। রাস্তায় স্বামীকে মারধর করেছিলেন মৌমিতা। অভিযোগ, পরে সেই ক্ষোভেই স্ত্রীকে হত্যা করেন দেবাশীষ। 

দেবাশিসের পরিবারের দাবি, মৌমিতা একাধিক বার স্বামী এবং সন্তানকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। সে নিয়ে থানা-পুলিশও হয়েছে। কিছু দিন আগে মৌমিতার বাপের বাড়ির লোক এসে মেয়েকে নিয়ে যান। সন্তানের কথা চিন্তা করে ঘুটিয়ারি শরিফে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে আবার বাড়ি ফিরিয়ে এনেছিলেন দেবাশিস। কিন্তু দাম্পত্য কলহ থামার বদলে আরও অশান্তি বাড়তে থাকে। অশান্তি এড়াতে ঘটকপুকুর খালপাড়ে নতুন ভাড়া বাড়িও নেন দেবাশিস। কিন্তু সেখানেও ঝগড়া লেগেই থাকত।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে খুন করার কথা নিজেই মাকে ফোনে জানান তিনি। এরপর প্রতিবেশীদের মাধ্যমে খবর পৌঁছোয় পুলিশের কাছে। শুক্রবার রাতে পুলিশ ঘন ঝোপে ভরা ও কচুরিপানায় আচ্ছাদিত ছোটো খাল থেকে মৌমিতার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধৃত দেবাশিসকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের চাওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতের দাবি, ‘‘ভালবাসা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। পারিনি। ধোঁকা দিয়েছে আমাকে।’’


Share