Murder Case

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ঘরে তালাবন্ধ করে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী

ব্যারাকপুরের মোহনপুর গ্রিন পার্কে ঘটনাটি ঘটেছে। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ। পুলিশ গেটের তালা ভেঙে ঢুকে রক্তাক্ত অবস্থায় গীতা বিশ্বাসকে উদ্ধার করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৭:২৯

দীর্ঘদিনের দাম্পত্য কলহ ডেকে আনল মৃত্যু। বাড়িতে দরজা ভিতর থেকে বন্ধ করে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাম সমীরকুমার বিশ্বাস। তিনি প্রাক্তন সেনাকর্মী বলে জানা গিয়েছে। ব্যারাকপুরের মোহনপুর থানা এলাকায় গ্রিন পার্কে ঘটনাটি ঘটেছে। 

নিহত গৃহবধূর নাম নাম গীতা বিশ্বাস (৫২)। ওই দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছেন। কন্যা বিবাহিত। পুত্র কর্মসূত্রে বাইরে থাকেন। বুধবার সকালে গ্রিন পার্কের বিশ্বাস বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছিল। অভিযোগ, সকালে বাড়ির গেটে তালা লাগিয়ে দেন সমীরকুমার বিশ্বাস। তারপরে ঘরের ভিতরে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। স্ত্রীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। প্রতিবেশীরা বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পায়। পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। পড়শিদের কথায়, গীতা বিশ্বাস ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তাঁদের দাবি, তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্নও চোখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সমীর ও গীতার মধ্যে অশান্তি চলছিল। 

মোহনপুর থানার পুলিশ অভিযুক্ত সমীরকুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। ঘটনার নেপথ্যে দাম্পত্য কলহ নাকি অন্য কিছু তা-ও তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সকাল থেকেই চিৎকার শোনা যাচ্ছিল। ‘বাঁচাও, বাঁচাও’ বলে চেঁচামেচি শোনা যাচ্ছিল বলে দাবি। কিন্তু চারিদিক তালাবন্ধ করে রাখায় তাঁরা ঢুকতে পারছিলেন না। স্থানীয় এক মহিলা বললেন, ‘বউদি চিৎকার করছিল মেরে ফেলল বলে, ওটা শোনার পরেই আমরা দৌড়ে যাই।’


Share