Deganga Murder Case

মদের আসরে বচসা, যুবকে কুপিয়ে খুনের অভিযোগে দেগঙ্গায়, তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা বাজার এলাকার একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেগঙ্গায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গা
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৭:৫৪

মদের আসরে বচসা। তার পরেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের নাম বাবলু কর্মকার। বাবলু দিনমজুরের কাজ করতেন জানা গিয়েছে। পরিবারের দাবি, বাবলু ঘরে একাই থাকতেন। পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা। অভিযোগ, প্রতিদিন রাতে নিত্যনতুন বন্ধুদের সঙ্গে মদের আসর বসাত বাবলু। গতকাল রাতেও এক বন্ধু তার সঙ্গে ছিলেন। কিন্তু, এ দিন সকালে তার মা ও প্রতিবেশীরা বিছানার উপর পড়ে বাবলুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তারা এ-ও জানান, বাবলুর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিছানা এবং মশারিতেও ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। তার ঠিক পাশে পড়ে রয়েছে দু'জনের ভাতের থালা। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা বাজার এলাকার একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসা থেকে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। 


Share