Duttabad Murder Case

দত্তাবাদে স্বর্ণ ব‍্যবসায়ী খুনের ঘটনায় আগাম জামিনের আবেদন জানালেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত, আগামী সপ্তাহে বারাসত আদালতে শুনানি

গত ২৮ অক্টোবর স্বর্ণ ব‍্যবসায়ী স্বপন কামিল‍্যাকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এফআইআরে তাঁদের বিরুদ্ধে পুলিশ যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে। প্রথমে গ্রেফতার করা হয় প্রশান্তের গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে।

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০১:২৫

দত্তাবাদে স্বর্ণ ব‍্যবসায়ী খুনের মামলায় আগেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই মামলায় এফআইআরে নাম রয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এ বার তিনি আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন। আগামী সপ্তাহে বারাসত আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আদালত সূত্রের খবর, গত ১১ নভেম্বর রাজগঞ্জে বিডিও প্রশান্ত বর্মন বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণ হয়েছে। আগামী সপ্তাহে ২৬ নভেম্বর, বুধবার তাঁর আগাম জামিন মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন বিডিও প্রশান্ত বর্মন সশরীরে হাজির থাকতে পারেন বলেও সূত্রের খবর।

গত ২৮ অক্টোবর স্বর্ণ ব‍্যবসায়ী স্বপন কামিল‍্যাকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এফআইআরে তাঁদের বিরুদ্ধে পুলিশ যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে। প্রথমে গ্রেফতার করা হয় প্রশান্তের গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে। পরে গ্রেফতার করা হয় কোচবিহার-২ ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকারকে। ১৮ নভেম্বর সন্ধ্যায় বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বিবেকানন্দ সেখানে উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার ধৃত চার জনের মধ্যে তিন জনকে আদালতে হাজির করানো হলে তাদের জেল হেফাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন বিচারক। তাদের জামিনের আবেদনও কম খারিজ করে দিয়েছেন বিচারক।


Share