Attempt to murder

:পাইকপাড়ায় সম্পত্তির লোভে বাবাকে খুনের প্রচেষ্টা ছেলেদের, অভিযোগ মায়ের

সম্পত্তির লোভে মা-বাবাকে বেধরক মারধর। সম্পত্তি দিতে না চাওয়ায় বাবাকে খুনের চেষ্টা ছেলেদের বিরুদ্ধে। এমনই অভিযোগ মায়ের। অভিযুক্ত দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পাইকপাড়া
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৫:২৭

দুধ কলা দিয়ে যেন কাল সাপ পুসেছেন, এতদিনে সেটাই টের পেলেন পাইকপাড়ার রাজা মনীন্দ্র রোডের রায়চৌধুরী দম্পতি। সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে বেধরক মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে।

স্থানীয়েরা জানান, রাজা মণীন্দ্র রোডের পুরনো বাসিন্দা তপন রায় চৌধুরী। ওখানেরই একটি পুরনো বাড়িতে বসবাস করতেন তিনি ও তার পরিবার। তপনবাবুর দুই ছেলে প্রায় নেশা করে বাড়ি ঢুকত বলে অভিযোগ স্থানীয়দের।জানা যায় নিজেদের নামে বাড়িটি লিখিয়ে নাওয়ার জন্য ছেলেরা প্রায়ই মানসিক ও শারীরিক অত্যাচার করতেন মা বাবার ওপর। ঠিক এরকম কারণেই দিন তিনেক আগে দুই ভাইয়ের সঙ্গে মা-বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হয়। তখনই বৃদ্ধ দম্পতিকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় । স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ছেলেদের মারে বৃদ্ধ তপণবাবুর পাঁজরের একটি হার ভেঙে যায়। কোমর সহ শরীরের একাধিক অংশে গুরুতর চোট লাগে।

শনিবার বৃদ্ধ গোপাদেবী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ।

জেরায় ধৃত দুই ভাই প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা জানায় তপনবাবু পড়ে গিয়ে এরকম চোট পেয়েছেন । পরে বৃদ্ধের মেডিকেল রিপোর্ট দেখে ঘাবড়ে যান তারা। পুলিশ উপযুক্ত ধারায় মামলা রুজু করেছেন তাদের বিরুদ্ধে।
 


Share