Fake Passport Case

১০ বছরে ৯০০ বার ব‍্যঙ্কক সফর! পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির আতস কাচের নীচে খড়দহের মশলা ব‍্যবসায়ী, গভীর রাত পর্যন্ত চলল তল্লাশি

এই মামলায় এর আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতার করে ইডি। ইডি আদালতে দাবি করে, আজাদের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁকে জেরা করে কল‍্যাণী থেকে ইন্দুভূষণ হালদারকে গ্রেফতার করে। ইডি সূত্রের খবর, ইন্দুভূষণের কাছ থেকে এই মশলা ব‍্যবসায়ীর নাম সামনে আসে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়দহ
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০৩:০৮

পাসপোর্ট জালিয়াতি মামলায় আর্থিক দুর্নীতির তদন্তে ইডির আতস কাচের নীচে খড়দহের ব‍্যবসায়ী। ইডির দাবি, গত ১০ বছরে ওই ব‍্যবসায়ী ৯০০ বার বিদেশ সফর করেছেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই ব‍্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চালায়। বেরোনোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন তাঁরা। বুধবার বিটি রোডের ধারে অবস্থিত নর্মদা আবাসনে এক পরিবহণ ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, খড়দহের ব‍্যবসায়ী বিনোদ গুপ্তের মশলার ব‍্যবসা রয়েছে। ইডি সূত্রের খবর, গত ১০ বছরে ৯০০ বার ব‍্যাঙ্কক যাত্রা করেছে বিনোদ গুপ্ত। ব‍্যবসায়ীর দাবি, মশলা ব‍্যাবসার কাজেই বিদেশ সফরে গিয়েছেন। এমন দাবি মানতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এতবার বিদেশ সফরে তাঁদের কাছে সন্দেহজনক বলে হয়েছে। এর পাশাপাশি ওই ব‍্যবসায়ীর ফরেক্সের ব‍্যবসাও রয়েছে। 

ইডির সুত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি চক্রের বিপুল পরিমাণ টাকা এই ফরেক্সের ব‍্যবসায় বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। বিদেশে টাকা পাচার করা হয়েছে বলেও অনুমান তাদের। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত খড়দহের বিনোদ গুপ্তের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এ ছাড়াও, বিনোদের ব‍্যাঙ্কে কিছু সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে ইডির সূত্রের দাবি। 

পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে সোমবার নদিয়ার চাকদহ-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। চাকদহে এক কাঠমিস্ত্রীর বাড়িতে ইডির আধিকারিকেরা যান। ওই দিন রুবির পাসপোর্ট অফিসের পাশে একটি অনলাইন সেবাকেন্দ্রেও যান ইডির তদন্তকারীরা। সেখান থেকে গত কয়েক বছরের ই-মেলের তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। 

এই মামলায় এর আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতার করে ইডি। ইডি আদালতে দাবি করে, আজাদের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁকে জেরা করে কল‍্যাণী থেকে ইন্দুভূষণ হালদারকে গ্রেফতার করে। ইডি সূত্রের খবর, ইন্দুভূষণের কাছ থেকে এই মশলা ব‍্যবসায়ীর নাম সামনে আসে।


Share