Murder case

ঘুম থেকে দেরি করে ওঠা নিয়ে বচসা,লাঠি দিয়ে মারধর, ছেলের হাতে প্রাণ গেল বাবার

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বাবা-ছেলের ঝামেলা চূড়ান্ত পরিণতি নিল মৃত্যুর ঘটনায়। ঘুম নিয়ে বচসার মাঝেই ছোট ছেলে লাঠি ছুড়ে মারেন বাবাকে, গুরুতর আহত হয়ে জ্ঞান হারান নির্মল রায়। তাঁকে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ হয়ে মালদহ হাসপাতালে স্থানান্তর করা হলেও দু’দিনের মধ্যেই মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০১:০৫

ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার মাঝেই ছোট ছেলে রাগে লাঠি ছুড়ে মারেন বাবাকে। তার পরেই জ্ঞান হারান প্রৌঢ়। হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকায় স্ত্রী এবং দুই পুত্রের সঙ্গে থাকতেন প্রৌঢ়। তাঁর নাম নির্মল রায়। অভিযোগ, সোমবার দুপুরে ছোট ছেলে শুভঙ্করের সঙ্গে অশান্তি হয় নির্মলের। অশান্তি ক্রমেই বাড়তে থাকে। এরই মাঝে শুভঙ্কর আচমকা বাবার দিকে একটি লাঠি ছুড়ে মারেন। লাঠির আঘাতে মাটিতে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান নির্মল।

ওই অবস্থায় নির্মলকে দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পৌঁছতেই চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা গুরুতর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে সেখান থেকে মালদহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থাতেই বুধবার নির্মলের মৃত্যু হয়। বাবা ছেলের ঝামেলার এই ভয়ঙ্কর পরিণতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে গ্রামে। শুভঙ্করকে দ্রুত আটক করার দাবিতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে মৃতের স্ত্রী মায়া রায় এবং পুত্র শুভঙ্করকে আটক করে পুলিশ।


Share