Murder

প্রিন্সেপ ঘাট স্টেশনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উদ্ধার বেশ কিছু সরঞ্জাম, তদন্তে রেলপুলিশ

প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

চক্ররেলের প্রিন্সপ ঘাট স্টেশনে উদ্ধার যুবকের দেহ।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১৬ আগস্ট ২০২৫ ০৯:৩৩

ভরসন্ধ‍্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মিলল যুবকের দেহ। জানা গিয়েছে, এক যুবক শুয়ে রয়েছেনদেখে প্রথমে ডাকাডাকি করা হয়। পরে টের পাওয়া যায় ওই যুবক মারা গিয়েছে। স্থানীয়দের দাবি, রেল পুলিশইপ্রথম ওই যুবকের দেহ দেখতে পায়। যে সময়ে ওই দেহ দেখা গিয়েছে, সেই সময়ে তার আশেপাশে কেউ ছিলেননা।

প্ল্যাটফর্মে যেখানে দেহ মিলেছে, সেখানে রক্ত পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই রক্তএই যুবকেরই কি না তা এখনও স্পষ্ট নয়। ওই যুবক কী ভাবে রক্তাক্ত হলেন, সেটাও স্পষ্ট নয়। রেলপুলিশ সূত্রের খবর, দেহের পাশে ঘড়ি, মানিব্যাগ ও কাঁচি পাওয়া গিয়েছে।

পুলিশ যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। অন্যত্রখুন করে এখানে দেহ ফেলা হয়েছে নাকি প্ল্যাটফর্মেই খুন করা হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্টেশনে ঢোকার মুখে সিসিটিভি রয়েছে। সেই সব সিসিটিভিগুলির ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেলপুলিশসূত্রের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


Share