Haridevpur Murder

হরিদেবপুরের মাছের বাজারে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ, ঘটনাস্থলে পুলিশ

সোমবার সকালে কবরডাঙা মাছের বাজারে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কবরডাঙা মাছের বাজারে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২০

রাস্তার ধারে পড়ে রয়েছে এক যুবক। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। সাতসকালে এমন দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকার বাসিন্দারা। হরিদেবপুরের মাছের বাজারে ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার সকালে প্রতিদিনের এ দিনও ব‍্যবসায়ীরা হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙা মাছের বাজারে আসেন। সেই সময় তাঁদের নজরে আসে, এক যুবককে দেহ পড়ে রয়েছে। চারদিক ভেসে যাচ্ছে রক্তে। সামনে দাঁড়িয়ে আছে একটি ভ‍্যন। সেখানেও রক্ত পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জুতো। এর পরেই সময় নষ্ট না করে তাঁরা হরিদেবপুর থানার খবর দেন।

খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জানা গিয়েছে, ওই যুবকের বয়স ৩৪-৫০ এর মধ্যে। মৃত যুবকের পরিচয় স্পষ্ট নয়। তবে ওই যুবক কবরডাঙা মাছের বাজারে কাজ বলে অনুমান করছে তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

পুলিশ সুত্রের খবর, ওই ব‍্যক্তির মাথার পেছনে একাধিক গভীর ক্ষত রয়েছে। কোনও ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়ে থাকতে পারে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াডও। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। খুনের নেপথ্যে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ দিন এক ব‍্যবসায়ী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, মদ খেয়ে দু’পক্ষের মধ্যে বচসা পরে এই ঘটনা হতে পারে। তিনি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে এখানে বসে মদ খাওয়ার প্রতিবাদ করছি। থানাতেও বারংবার জানিয়েছি। স্থানীয় কাউন্সিলরও বিষয়টি জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।”


Share