A Youth Was Stabbed By Some Miscreants

বাড়ির সামনে মদ্যপান করার প্রতিবাদ করায় যুবককে ধারালো অস্ত্রের কোপ, তিন দিন পরে মৃত্যু হল হাসপাতালে

মৃতের নাম ধনরাজ প্রসাদ। জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর রাতে ধনরাজের বাড়ির সামনে বসে মদ্যপান করছিল আমজাদ। তার সঙ্গে ছিল আরও চার যুবক। একজনকে আটক করা হয়েছে।

একবালপুরে যুবককে চপারের কোপ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫

বাড়ির সামনে মদের আসরে বসেছিল চার যুবক। সঙ্গে চলছিল অকথ্য ভাষায় গালিগালাজ। তারই প্রতিবাদ করতে গিয়ে চপারের প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি একবালপুরের ঘটেছে। অসুস্থ থাকার পরে শুক্রবার প্রগতি ময়দানে একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারান। এর পরেই এক অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত যুবকের নাম ধনরাজ প্রসাদ (৩৭)। অভিযোগ, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা নাগাদ একবালপুরের তাঁর বাড়ির সামনে পাঁচজন যুবক মদের আসরে বসেছিলেন। এর সঙ্গে চলছিল অকথ্য ভাষায় গালিগালাজ। ধনরাজ তারই প্রতিবাদ করেন। মদ‍্যপ যুবকদের সঙ্গে শুরু হয় বচসা। এর পরে আমজাদ ধনরাজের বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করে। এর মধ্যে আচমকা আমজাদ নামে এক যুবক কোমর থেকে চপার বের করে ধনরাজের গলা লক্ষ করে চালানোর চেষ্টা করে। কোনও মতে বেঁচে গেলেও ধনরাজের বাঁ কাঁধে এসে লাগে। ধনরাজের হাঁটুর নীচেও চপার দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন ধনরাজ প্রসাদ।

ধনরাজকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ধনরাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে এলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দানের একটি বেসরকারি নার্সিংহোমে। 

পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ ধনরাজ মারা যান। তার পরে খুনের মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে আমজাদের এক সহযোগী আলি রাজা ওরফে শেখ নাসরুকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পেতে চাইছে একবালপুর থানার পুলিশ।


Share