A Woman Was Dead During Pandel Hopping

বেহালা নতুন দল ক্লাবে ঠাকুর দেখতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের

জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা নাগাদ সঙ্গীতা সপরিবারে বেহালার নতুন দল ক্লাবে মা দুর্গার দর্শনে এসেছিলেন। ভিতরে কিছু বিষয় নিয়ে অন‍্য দর্শনার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পরে মন্ডোপের এক্সিট গেটের সামনে এসে অসুস্থ বোধ করেন।

ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

বেহালার নতুন দল ক্লাবে ঠাকুর দেখতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল মহিলার। মৃতার নাম সঙ্গীতা রানা। তিনি হরিদেবপুরের বাসিন্দা। মঙ্গলবার ভোরে ওই ক্লাবের বেরানোর গেটের কাছে ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা নাগাদ সঙ্গীতা সপরিবারে বেহালার নতুন দল ক্লাবে মা দুর্গার দর্শনে এসেছিলেন। ভিতরে কিছু বিষয় নিয়ে অন‍্য দর্শনার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পরে মন্ডোপের এক্সিট গেটের সামনে এসে অসুস্থ বোধ করেন। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে পুজো কমিটির ভলিন্টিয়ার এবং পুলিশ আসে। সেখানে তাকে সিপিআর দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গ্রিন করিডর করে অ‍্যাম্বুলেন্সে নিকটবর্তী বিদ‍্যাসাগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা সঙ্গীতাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, সঙ্গীতার হাঁপানির সমস্যা ছিল। এর পাশাপাশি তিনি শারীরিক বিভিন্ন সমস‍্যায় ভুগছিলেন। পরিবারের এক সদস্যের অভিযোগ, অসুস্থ বোধ করার কথা পুলিকে বলেও সহযোগিতা মেলেনি। এমনকি কোনও অক্সিজেনের ব‍্যবস্থা তাতে ছিল না। সেই কারণেই হয়ত মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share