Suicidal Arrest

টাকা ধার নিয়ে না মেটানোয় দেওয়া হচ্ছিল চাপ, একবালপুরে অপমানে অ‍্যাসিড খেয়ে আত্মঘাতী মহিলা, গ্রেফতার পাঁচ জন

বুধবার দেহের ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নাসিমা নিজের বাড়িতেই শৌচাগারে ব‍্যহবার করা অ‍্যাসিড খেয়েছিলেন। এর ফলে খাদ‍্যনালী-সহ একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অ‍্যাসিডের বোতল এবং মৃতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, একবালপুর
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৬

টাকা নিয়েছিলেন। কিন্তু ধারের টাকা মেটাচ্ছিলেন না। তার জন্য পাওনাদারেরা চাপ দিচ্ছিলেন। এর পরেই অ‍্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে একবালপুরে। অভিযোগের ভিত্তিতে, পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সকালে একবালপুরের নাসিমা বেগম নামে এক মহিলাকে ওই এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। খবর পেয়ে, নার্সিংহোমে পৌঁছোয় পুলিশ। সেই দেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

এর পরেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে মৃতা নাসিমা বেগমের বোন সাবিনা বেগম পাঁচ জনের বিরুদ্ধে একবালপুর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার ১০৮ এবং ৩(৮) নম্বর ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। 

বুধবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম জাভেদ একবাল, মহম্মদ ওয়াসিম, ইয়াসমিন বেগম, সালমা খাতুন এবং ফরজানা হোসেন। ধৃতেরা সবাই একবালপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এদের সবার কাছ থেকেই কিছু কিছু করে টাকা নিয়েছিলেন নাসিমা। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় বাড়িতে এসে ঝামেলা করত। অভিযোগ, মৃতার ওপরে তাঁরা মানসিক চাপ তৈরি করেছেন। সেই কারণেই নাসিমা আত্মহত্যা করেছেন বলে মৃতার বোন একবালপুর থানাকে জানিয়েছে।

বুধবার দেহের ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নাসিমা নিজের বাড়িতেই শৌচাগারে ব‍্যহবার করা অ‍্যাসিড খেয়েছিলেন। এর ফলে খাদ‍্যনালী-সহ একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অ‍্যাসিডের বোতল এবং মৃতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। 


Share