Husband Stabbed Wife

ছুরি হাতে বাঁশদ্রোণীর রাস্তায় ধাওয়া স্ত্রীকে, এর পরেই এলোপাথাড়ি কোপ, পলাতক অভিযুক্ত

বুধবার সকাল ৮টা নাগাদ বাঁশদ্রোণীতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

বাঁশদ্রোণীতে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ স্বামীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৭ আগস্ট ২০২৫ ০১:২০

রাস্তা দিয়ে ছুটছেন এক মহিলা। ছুরি হাতে মহিলাকে ধাওয়া করছেন এক ব্যক্তি! কিছু ক্ষণের মধ্যেই মহিলাকে ধরে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপানো অভিযোগ উঠল। প্রত‍্যক্ষদর্শীরা এমনটাই দাবি করেছেন। বাঁশদ্রোণী এলাকার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি পালাতক। থানায় খুনের চেষ্টার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম হরিপদ নস্কর। জখম মহিলার নাম অসীমা নস্কর। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। অসীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁরা বাঁশদ্রোণী এলাকার ব্রাহ্মণপুরের বাসিন্দা। স্থানীয় সুত্রের খবর, বেশ কিছু দিন ধরেই অসীমা নস্করের সঙ্গে তাঁর স্বামী হরিপদ নস্করের সঙ্গে দাম্পত্য কলহ চলছে। হরিপদ বিভিন্ন বিষয়ে অসীমাকে সন্দেহ করতেন। অসীমার অন‍্য কোনও পুরুষের সঙ্গে পরকিয়ার সম্পর্কের জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতেন। সেই নিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তি চলছিল। আজ, বুধবার সকালে সেই নিয়েও তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই ছুরি বের করে অসীমাকে আঘাত করার চেষ্টা করেন। কোনও মতে সেখান থেকে পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটতে থাকেন।

অভিযোগ, ছুরি হাতেই অসীমাকে রাস্তায় দিয়ে ছুটতে থাকেন হরিপদ। সকাল ৮টা নাগাদ বাঁশদ্রোণীর রাস্তায় এমন ঘটনা দেখে পথচারীরা হতবাক হয়ে পড়েন। জানা গিয়েছে, কিছুটা দূরে গিয়ে একটি চায়ের দোকানের সামনে হরিপদ অসীমাকে ধরে ফেলেন। এর পরেই রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। 

রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন অসীমা। অসীমার গলায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় ভারতীয় ন‍্যায় সংহিতার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত স্বামী হরিপদ নস্কর পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Share