Weather Update

নভেম্বরের মাঝেই উষ্ণতার দাপট, দক্ষিণবঙ্গে শীত ফিরতে দেরি, কুয়াশায় ঢাকবে গোটা রাজ্য

দক্ষিণবঙ্গে উষ্ণ আর্দ্র হাওয়ায় থমকে গেছে শীত, বাড়ছে কুয়াশা ও তাপমাত্রা। কলকাতায় রাতের পারদ ২১–২২ ডিগ্রি ছুঁতে পারে। উত্তরবঙ্গ শুষ্ক, তবে কুয়াশা বাড়বে।

বাঢতে পারে কুয়াশার দাপট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১১:৩১

নভেম্বরের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে ফের খেলছে উষ্ণ বাতাসের দাপট। একাধিক ঘূর্ণাবর্তের ফলে থমকে গিয়েছে উত্তর-পশ্চিম দিকের শীতল হাওয়ার যাত্রা। তাই এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার রাতে তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি, রবিবার ১৮.৫ ডিগ্রি এবং সোমবার রাতে তা ছুঁয়েছে ১৮.৬ ডিগ্রি। আগামী বৃহস্পতিবারের মধ্যেই রাতের পারদ উঠতে পারে ২১–২২ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তুরের ঠান্ডা বাতাসের বদলে দক্ষিণ–দক্ষিণ-পূর্ব দিক থেকে আসছে আর্দ্র উষ্ণ বাতাস। বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে সকালে কুয়াশা আর দিনে বাড়তি আর্দ্রতার অস্বস্তি তৈরি হবে। বৃহস্পতিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি বাড়তে পারে।

পরবর্তী তিন দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই বাড়বে কুয়াশা। অনেক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে। উপকূলীয় জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি হওয়ার সম্ভাবনা।

শৈত্য প্রবাহের প্রভাব বজায় থাকবে রাজস্থান, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। তামিলনাডু, পুদুচেরি ও করাইকাল অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরালা, লাক্ষাদ্বীপ এবং কোমোরিন উপকূলে সমুদ্র থাকবে উত্তাল। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫–৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

কলকাতায় মঙ্গলবার রাত থেকেই বাড়বে কুয়াশা। রাত ও ভোরে মিলবে না ঠান্ডার আমেজ, দিনের বেলায় থাকবে উষ্ণতা। বুধবারের মধ্যেই শহরের রাতের তাপমাত্রা ছুঁতে পারে ২১–২২ ডিগ্রি। আগামী ছয় দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২–৩ ডিগ্রি নিচে থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়ার বড় পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বাড়বে কুয়াশা, কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে।


Share