Kolkata Municipal Corporation

কলকাতার বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুই হোক বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটুক, দায় কার্যত এড়িয়ে গেল কলকাতা পুরসভা

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় মাসিক পুর অধিবেশন ছিল। সেখানেই কাউন্সিলর জুঁই বিশ্বাসের তরফ থেকে একটি প্রশ্ন আসে। তাঁর প্রশ্ন হল, "এ বছর বর্ষাকালে আমরা দেখেছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মৃত্যু ঘটেছে তার দায় সিইএসসি এড়িয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তার দায় কার থাকবে?"

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৭:০৩

কয়েক মাস আগের কথা। কলকাতার অতিবর্ষণের জেরে মৃত্যু হয়েছিল ১২ জন সহ নাগরিকের। বিদ্যুৎ পরিবহন সংস্থা সিইএসসি -ও এই মৃত্যু মিছিলের দায় নিতে অস্বীকার করেছিল। এ বার সেই মৃত্যুর দায় নিয়ে কার্যত অস্বীকার করে কলকাতা পুরসভা। 

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় মাসিক পুর অধিবেশন ছিল। সেখানেই কাউন্সিলর জুঁই বিশ্বাসের তরফ থেকে একটি প্রশ্ন আসে। তাঁর প্রশ্ন হল, “এ বছর বর্ষাকালে আমরা দেখেছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মৃত্যু ঘটেছে তার দায় সিইএসসি এড়িয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তার দায় কার থাকবে?”

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বলেন, "চলতি বছরে অতি বর্ষণ হয়েছে কলকাতায়। ২৩ সেপ্টেম্বর অতি বর্ষণের কারণে জল জমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দুর্ঘটনাগুলি ঘটেছে সেই মর্মান্তিক ঘটনার সঙ্গে কলকাতা কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের সঙ্গে কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই।

চলতি বছরে প্রচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দমকল দফতর ও কলকাতা কর্পোরেশন যৌথভাবে এই ঘটনারগুলির অডিট করবে। এই প্রসঙ্গে একটি প্রশ্ন করা হয়েছিল জুঁই বিশ্বাসের তরফ থেকে। তার প্রশ্ন ছিল সেই অডিট কি সম্পন্ন করা হয়েছে। আর যদি করা হয়, তবে যেন কলকাতা পুরসভা সেই সংক্রান্ত তথ্য পুর পরিষদের কাছে দেয়। 

এই প্রশ্নের উত্তরে মেয়র পরিষদ বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তার দায় সরাসরি কলকাতা পুরসভার থাকে না। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে পুরসভা ব্যবস্থা নেবে।”


Share