ED Raid IPAC Office

বৃহস্পতিবারে তল্লাশি অভিযানের দিন কী হয়েছিল? ইডির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ইডির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্যক পুলিশ নিয়ে নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:০৫

বৃহস্পতিবার দুটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলাকালীন কী হয়েছিল? এ বার তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইডি সূত্রের খবর, শুক্রবার বেলা ১২টার মধ্যে সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবারের ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লিতে ইডির সদর দফতরে নির্দেশ পাঠানো হয়। দুটি জায়গাতেই যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত তথ্য-সহ রিপোর্ট দিতে বলা হয়েছে। ইডি সূত্রের খবর, কটা থেকে তল্লাশি শুরু করা হয়েছিল। কোন কোন ইডি আধিকারিক সেখানে ছিলেন। কোন কোন পুলিশ অধিকেরা ছিলেন, কোন আধিকারিক মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, কী কথা হয়েছে- সেই সংক্রান্ত সমস্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠাতে বলা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার মধ্যেই তা পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি সূত্রের খবর। 

বৃহস্পতিবার ভোট কুশলী সংস্থা আইপ‍্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি আধিকারিকেরা অভিযান চালায়। একই সঙ্গে সল্টলেকের সেক্টর ফাইভের আইপ‍্যাকের দফতরেও তল্লাশি অভিযান চালানো হয়। খবর পেয়েই সেখানে ১২টার পরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লাউডন স্ট্রিটে তাঁর সঙ্গে ছিলেন কলকাতার কমিশনার মনোজ বর্মা। সল্টলেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিশাল পুলিশ বাহিনী। 

বৃহস্পতিবার প্রতীকের বাড়ি থেকে বেরনোর সময় তাঁর হাতে দেখা যায় সবুজ ফাইল ও ল্যাপটপ। সেখান থেকেই তিনি ঘোষণা করেন সল্টলেকের অফিসেও তিনি যাবেন। পরবর্তীতে সল্টলেকের অফিসেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিছু পুলিশকর্মীকে বেশ কিছু কাগজপত্র গাড়িতে তুলতে দেখা গিয়েছে।

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান চালানো নিয়ে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি অফিসে রেড করারও। তথ্য চুরি, দলের রণকৌশল চুরির মতো বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বলেন, "এটাই কি ইডি এবং অমিত শাহর কর্তব্য?” তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘জঘন্য (ন্যাস্টি)’, এবং দুষ্ট(নটি) বলে মন্তব্য করেছেন। বলেন, “দেশকে রক্ষা করতে পারে না, সে আবার আমার দলের সমস্ত নথিপত্র নিয়ে যাচ্ছে। যদি আপনারা আমাদের সঙ্গে লড়তে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গে আসেন কেন?”তিনি আরও বলেন, “সাহস দেখুন। যদি অমিত শাহ, আপনাকে পশ্চিমবঙ্গ জয় করতে হয়, তাহলে হিম্মত (সাহস) থাকলে ভোটে লড়াই করুন। আমি দুঃখিত অমিত শাহ এবং প্রধানমন্ত্রী। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন।"

ইডির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্যক পুলিশ নিয়ে নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রী কনভয় আইপ‍্যারের অফিসে যায়। যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিক প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। 


Share