Amit Shah

পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে! সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাকে নিশানা শাহের

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনও জনসভা না করে সম্পূর্ণ সাংগঠনিক কাজে রাজ‍্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সল্টলেকের একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। সেই বৈঠক থেকেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল, রাজ‍্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৮

রাজ‍্য সফরে এসে ফের সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের রাজ্য সফরে এসে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে শুরুতেই তিনি সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সরব হন। শাহের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছে। এর জেরে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়াও, বিজেপি সরকারে এলে অনুপ্রবেশ বন্ধ হবে বলেও আশ্বাস দেন। 

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনও জনসভা না করে সম্পূর্ণ সাংগঠনিক কাজে রাজ‍্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সল্টলেকের একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। সেই বৈঠক থেকেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল, রাজ‍্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন।

বিধানসভা ভোটে জয়ের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ভারতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। ভারত থেকে বিতারিত করার ব্যবস্থা করা হবে।" এর পরেই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “রাজ্যে কোন সরকার আছে যারা সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য জমি দিচ্ছে না?” নিজের প্রশ্নের উত্তরে শাহ বলেন, “আপনি যদি না বলেন, আমিই বলে দিচ্ছি। রাজ‍্যে আপনার সরকার আছে। আপনার সরকারই জমি দিচ্ছে না। তাই কিছু অংশে কাঁটাতার লাগানোর কাজ সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।”

বিধানসভা ভোটে জয়ের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ভারতে অবৈধ প্রবেশই বন্ধ করা হবে। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। ভারত থেকে বিতারিত করার ব্যবস্থা করা হবে।" এর পরেই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “রাজ্যে কোন সরকার আছে যারা সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য জমি দিচ্ছে না?” নিজের প্রশ্নের উত্তরে শাহ বলেন, “আপনি যদি না বলেন, আমিই বলে দিচ্ছি। রাজ‍্যে আপনার সরকার আছে। আপনার সরকারই জমি দিচ্ছে না। তাই কিছু অংশে কাঁটাতার লাগানোর কাজ সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গ কার্যত অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে গড়ে উঠেছে। তিনি বলেন, "পশ্চিমবঙ্গবাসী অনুপ্রবেশকারীদের ভয়ে জর্জরিত হয়ে আছে। যার জেরে শুধু পশ্চিমবঙ্গেই নয় ভারতের বাকি অঞ্চলের ভৌগোলিক এলাকায় জনবিন‍্যস এবং সংস্কৃতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।" শাহের কথায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তৃণমূল তাদের ভোটব‍্যাঙ্কের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন।


Share