High Court

ছাত্র নির্বাচন না হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম থাকবে তালাবন্ধ, নির্দেশ কলকাতা হাই কোর্টের

ছাত্র নির্বাচন না হলে কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। আজ, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৩ জুলাই ২০২৫ ০৪:২০

রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে। আজ, বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এমনই নির্দেশই দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম বন্ধ থাকবে। এ দিন হাই কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র নির্বাচন নিয়ে তাঁদের অবস্থান জানতে চেয়েছে। দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। 

দীর্ঘ দিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে। এই নিয়ে হাই কোর্টে এক আইনজীবী জনস্বার্থ মামলা করেন। সেই মামলার শুনানিতেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই মর্মে উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে বলা হয়েছে। ভোট না করে ইউনিয়ন রুম খোলা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

এ দিন মানলাকারী আদালতের কাছে অভিযোগ করেন, কলেজ পাশ করেছেন অনেক দিন হয়ে গিয়েছে। তা সত্ত্বেও তারা কলেজে অবাধে ঢুকছেন। সাধারণ ছাত্রছাত্রীরা কলেজে কীভাবে চলবেন? দিক নির্দেশ দিচ্ছে তারাই। তাদের প্রভাব এতটাই যে কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা তাদের রীতিমত ভয় পান।কলেজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা দফতরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে আদালতের কাছে দাবি করেছেন মামলাকারী। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।


Share