Amit Shah Will Inaugurate Durga Puja

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আগামীকাল দু’টি পুজোর উদ্বোধন করবেন, যেতে পারেন কালীঘাট মন্দিরে

প্রথমদিকে বিজেপি সুত্রের জানা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে শহরের তিনটি দুর্গাপুজো উদ্বোধন হবে। সন্তোষ মিত্র স্কোয়ার, ইজেডসিসি এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির তালিকা থেকে দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন বাতিল করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬

বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অমিত শাহ শহরের দু’টি পুজোর উদ্বোধন করবেন। এর সঙ্গে যেতে পারেন কালীঘাট মন্দিরেও। সেখানে মা কালীর দর্শন করবেন তিনি। একটি সাংগঠনিক বৈঠক করার কথাও রয়েছে তাঁর।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছোন। এর পরে সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে যান। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। শুক্রবার সাড়ে ১০টার সময় উত্তর কলকাতার লেবুতলা পার্কের দুর্গাপুজো উদ্বোধন করবেন। সেখানে উদ্বোধন পর্ব সেরে সকাল ১১টা নাগাদ কালীঘাট মন্দিরে যাওয়ার কথাও রয়েছে। সেখানে তিনি মা কালীর দর্শন করবেন। কালীঘাট মন্দির থেকে বেরিয়ে ইজেডসিসিতে যাবেন। ১১টা ৪৫ মিনিট নাগাদ বিজেপির সংস্কৃতি বিভাগের দুর্গাপুজো উদ্বোধন করবেন। এর পরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সুত্রের খবর, দুর্গাপুজো উদ্বোধনের আগে, সকাল ১০টায় ওই পাঁচতারা হোটেলে রাজ‍্য বিজেপির নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক সারবেন। শাহের ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ‍্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী এবং বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন‍্য নির্বাচন ইনচার্জ (প্রভারী) ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি। এই পরিস্থিতিতে শুক্রবার শাহের নেতৃত্বাধীন রাজ্য বিজেপির নেতাদের নিয়ে বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রথমদিকে বিজেপি সুত্রের জানা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে শহরের তিনটি দুর্গাপুজো উদ্বোধন হবে। সন্তোষ মিত্র স্কোয়ার, ইজেডসিসি এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির তালিকা থেকে দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন বাতিল করা হয়েছে। বিজেপি সুত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লিতে জরুরি কাজের জন্যই তা বাতিল করা হয়েছে।


Share