Metro Rail

মেট্রো সুড়ঙ্গে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে নিউ মার্কেট থানার পুলিশ

গতকাল গভীর রাতে মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় যুবকের মৃতদেহ। ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১৫ আগস্ট ২০২৫ ১২:৪৫

২০২৩ সালের নভেম্বরের পর আবার কলকাতা মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ।বৃহস্পতিবার রাতে রাতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের অদূরে যুবকের দেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর মেট্রো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে আপ লাইনের সুড়ঙ্গ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। বৃহস্পতিবার গভীর রাত ২টো ১৫ মিনিট নাগাদ লালবাজারের কন্ট্রোলে কাছে খবর যায়। আরপিএফের হেল্পলাইন মারফত থানায় খবর দেওয়া হয়। যুবককের মৃতদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

মেট্রো স্টেশনে সর্বত্র সিসিটিভির নজরদারি রয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবকমেট্রোর সুড়ঙ্গে পৌঁছে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। আজ, স্বাধীনতা দিবস। তার আগের রাতে সতর্কতামূলক ব্যবস্থাহিসেবে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা থাকে। রাতে কেউ মেট্রো সুড়ঙ্গে ঢুকল কী করে, আগেও যদি ঢুকেথাকে, তাহলে সে কোথায় ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর তারগতিবিধি কেন ধরা পড়ল না, তা জানতে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

প্রসঙ্গত গত ২০২৩ সালের নভেম্বর মাসে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশনথেকে এক কিলোমিটার দূরে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল। তদন্তের পর মেট্রো কর্তৃপক্ষ জানায়, রাতেমেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। চুক্তিভিত্তিক কয়েকজন ঠিকা শ্রমিক কাজকরতে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুড়ঙ্গে নামেন। বাকিরা বেরিয়ে আসলেও ওই ব্যক্তি মেট্রোর সুড়ঙ্গেই থেকে যান।


Share