Water Logged At Several Points In The City

জলের নীচে শহর কলকাতা, ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক রাস্তা, বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু

উত্তর থেকে দক্ষিণে এক টানা বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের নীচে চলে গিয়েছে। শহরের অলিগলিতেও জমেছে জল। এমনকি যে রাস্তায় অতীতে কোনও দিন জল জমেনি, সেই রাস্তাও জলমগ্ন।

জলের নীচে শহর কলকাতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

পাঁচ ঘন্টার ব‍্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। কার্যত জলের নীচে শহর। একেই বেহাল রাস্তা তার ওপর জমেছে জল। নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রীদের। ব‍্যহত হয়েছে যান চলাচল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। এমন পরিস্থিতিতে কলকাতা পুরসভা হাই অ্যালার্ট জারি করেছে। 

উত্তর থেকে দক্ষিণে এক টানা বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের নীচে চলে গিয়েছে। শহরের অলিগলিতেও জমেছে জল। এমনকি যে রাস্তায় অতীতে কোনও দিন জল জমেনি, সেই রাস্তাও জলমগ্ন। বহু বাড়ি জলের নীচে চলে গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সুত্রের খবর, যেহেতু দীর্ঘ ক্ষণ ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে, তাই জল নামতে দেরি হচ্ছে। এ ছাড়াও শহরের একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে জল ঢুকেছে। যদিও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

কলকাতা শহরের যত্রতত্র ইলেকট্রিক তার  ছড়িয়ে থাকার সমস্যা নতুন নয়। এরই মধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধু তা-ই নয় জমা জলে ভাসছে মৃতদেহ, এমনও ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে, নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে কোনও ভাবে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এ ছাড়াও বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একই ঘটনা। পুলিশ সুত্রের খবর, কোনও কোনও ক্ষেত্রে জল জমে থাকার কারণে দেহ উদ্ধারও করা যাচ্ছে না। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। বিদ‍্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, “কলকাতা পুরসভা এই বানভাসি পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কলকাতা জুড়ে সমস্ত কেএমসি জরুরি পরিষেবা নিয়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। সকল নাগরিককে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”


Share