Allegation of Extortion

ভাঙড়ে তোলাবাজির টাকা না পেয়ে ব‍্যবসায়ীকে ‘খুনের হুমকি’ দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের

মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলে ব‍্যবসাতে বলেন, “পুলিশ পাল্টা মিমাংসা করে নিতে বলে। কিন্তু কত বার মিমাংসা করব! কত বার টাকা দেবো!” এর পরেই কিছু ভিডিয়ো প্রকাশ‍্যে এনেছেন ব‍্যবসায়ী শহিদ হোসেন। তাতে তিনি তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লাকে টাকা দিচ্ছেন বলে দাবি করেন।

তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, মাধবপুর
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২৬

আটার মিল করবেন বলে ভাঙড়ে জমি কিনেছিলেন ব‍্যবসায়ী। এর পর থেকেই শুরু হয় স্থানীয় তৃণমূল নেতাদের উপদ্রব। ব‍্যাবসায়ীয়ের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের প্রধান সাত লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। কিছু টাকা দিয়েছেন। তার পরেও বিভিন্ন ভাবে কাজে বাধা দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, দাবি মতো টাকা না পেয়ে খুন করে দেবে বলেও হুমকি দিয়েছে ওই তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের নেতৃত্বদের কাছেও অভিযোগ জানিয়েছেন। তার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযুক্ত তৃণমূল নেতার নাম আলাউদ্দিন মোল্লা। তিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। জানা গিয়েছে, তোপসিয়ার এক ব‍্যবসায়ী ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায় ৫০ কাঠা জমি কেনেন। সেখানে আটার মিল করার কথা রয়েছে। তোপসিয়ার ওই ব‍্যবসায়ী শহিদ হাসান জানান, “কারখানা তৈরি করতে গেলে আলাউদ্দিনের দলবল এসে কাজে বাধা দেয়। চাওয়া হয় সাত লক্ষ টাকা। আলোচনায় বসতে নিদান দেয়।” ব‍্যাবসায়ীর কথায়, দু’পক্ষ আলোচনা করে পাঁচ লক্ষ ৩০ হাজার টাকায় রফা হয়। দু’দফায় টাকা মিটিয়ে দেওয়া হয়।

ব‍্যাবসায়ী জানিয়েছেন, এর পরেও কিছু দিন কাজ করতে দেয়। তার পরে আবার শুরু হয় উপদ্রব। অভিযোগ, দাবি মতো তোলার টাকা মিটিয়ে দিলেও ১৫ দিন পর তৃণমূল নেতা আলাউদ্দিনের দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে এসে আবার তোলার টাকা দাবি করতে থাকে। বলেন, “টাকা না দিলে গুলি মেরে দেবো।” নতুন করে দাবি মতো তোলার টাকা না পেলে, আলাউদ্দিনের দলবল এসে কখনও পাঁচিল ভেঙে দিচ্ছে, কারখানার নেমপ্লেট ভেঙে দিচ্ছে, আবার কখনও লেবারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। তাঁর দাবি, ভয়ে লেবারেরা সেখান থেকে চলে গিয়েছে।

তিনি এর পরেই মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলে ব‍্যবসাতে বলেন, “পুলিশ পাল্টা মিমাংসা করে নিতে বলে। কিন্তু কত বার মিমাংসা করব! কত বার টাকা দেবো!” এর পরেই কিছু ভিডিয়ো প্রকাশ‍্যে এনেছেন ব‍্যবসায়ী শহিদ হোসেন। তাতে তিনি তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লাকে টাকা দিচ্ছেন বলে দাবি করেন।

ভাঙড়ের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ব‍্যবসায়ীর পরিবার। তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, অভিযোগ জানান তৃণমূল নেতৃত্বের কাছেও। ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক সওকত মোল্লা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “যদি এই ধরনের ভিডিয়ো থাকে, সেই টাকাটা আদতে ঘুষের টাকা নাকি অন্য কোনও কাজের টাকা, সেটা আমি খোঁজ খবর নেবো। ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা পরিষ্কার বলতে পারছি না।”


Share    

TMC