Abhishek Banerjee

খারাপ আবহাওয়া, ঘন কুয়াশার জের, সময়মতো বীরভূমের সভায় পৌঁছোতে দেরী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেকের

বুধবার বীরভূমে 'রণ সংকল্প সভা' কর্মসূচি রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৩:৫২

সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে শহর। বীরভূমের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আটকে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টার উড়তে দেরি হয়। যদিও পরে অনুমতি মেলায় তিনি গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

বুধবার বীরভূমে 'রণ সংকল্প সভা' কর্মসূচি রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তার পরে তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছোবেন বলে ঠিক ছিল। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। শেষ পর্যন্ত ২টো ১৫ মিনিট নাগাদ অনুমতি মেলে।

বেহালা ফ্লাইং ক্লাবের এক কর্তার কথায়, হেলিকপ্টারটি ওড়ার অনুমতি ছিল না। সূত্রের খবর, ঘন কুয়াশার সকাল থেকে ঢেকে গিয়েছে আকাশ। এমন পরিস্থিতিতে হেলিকপ্টার উড়তে দিলে সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এ ছাড়াও, বীরভূমের অবতরণস্থলেও ঘন কুয়াশা রয়েছে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০-শে নেমে গিয়েছে। প্রশাসনিক এক কর্তার কথায়, পরে আকাশ একটু পরিষ্কার হতেই অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত অনুমতি এলে কনভয় নিয়ে হেলিকপ্টারে ওঠেন অভিষেক। তিনি এই মুহূর্তে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

এ দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। সেই কারণেই এই বিপত্তি বলে মনে করছে একাংশ। অতীতে রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার ঘন কুয়াশার জেরে পৌঁছেছে পারেনি। অবশেষে তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠান। তবে মঙ্গলবারের ঘটনায় ডিজিসিএ-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল।


Share