Dead Body Of A Student Found At Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুকুর থেকে উদ্ধার তৃতীয়বর্ষের ছাত্রীর দেহ, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

মৃত ছাত্রীর নাম অনামিকা মন্ডল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয়বর্ষের ছাত্রী ছিলেন। বেলঘরিয়ার নিমতা এলাকার বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

মৃত ছাত্রীর নাম অনামিকা মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০০

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান চলাকালীন ক‍্যাম্পাসের মধ্যে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। বৃহস্পতিবার রাতে ছাত্র ইউনিয়নের রুমের পাশে একটি পুকুর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। ছাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চার নম্বর গেটের সামনে গৌড় দাস বাউল এবং তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’-এর একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে পড়ুয়া থেকে প্রাক্তনীরাও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান চলাকালীন নজরে আসে, কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুমের পাশে ও পার্কিংয়ের বিপরীতে একটি পুকুরে কেউ ভাসছেন। এর পরে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সাহায্যে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

পরে জানা যায়, ওই ছাত্রীর নাম অনামিকা মন্ডল। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয়বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রের খবর, অনামিকা বেলঘরিয়ার নিমতা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা রাতেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন বলে খবর। অনামিকার সহপাঠীদের সুত্রের খবর, অতিরিক্ত মদ‍্যপান করেছিলেন অনামিকা। সেই সুত্রে আরও জানা গিয়েছে, অনামিকা অতিবামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

খবর যায় যাদবপুর থানায়। তাঁকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই ছাত্রী কীভাবে পুকুরে পড়ে গেলেন, তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতের ঘটনার পরে রাজনৈতিক পারদ চড়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে কেন রাত অবধি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কর্তৃপক্ষ? আবারও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই চলে মদ্যপান। এই প্রসঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘‘ঘটনাটি ঘটেছে ৪ নম্বর গেটের কাছে এসএফআই ইউনিউন রুমের পাশে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দু’বছর আগে স্বপ্নদীপের মৃত্যু দেখেছি, আজ আবার একজন। ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ও স্থায়ী পুলিশ পোস্টিং আমাদের বরাবরের দাবি। এইগুলো স্বাভাবিক মৃত্যু নয়। যারা সিসিটিভি লাগানো ও পুলিশ পোস্টিং-এর বিরুদ্ধে, তারা এর দায়ভার এড়াতে পারে না।’’


Share