High Court

তৃণমূলের একুশে জুলাইয়ের দিন শহরে যানজট হবে না, মুচলেকা দিক কলকাতার কমিশনার, নির্দেশ কলকাতা হাই কোর্টের

তৃণমূলের ২১ জুলাইয়ের দিন যাতে শহরে যাতে কোনও যানজট না হয়, তা নিয়ে কমিশনারকে মুচলেকা দিতে বলল কলকাতা হাইকোর্ট। এই ধরনের জনসভা অন‍্যত্র করা যায় কিনা তা নিয়েও তৃণমূলকে মুচলেকা দিতে বলা হয়েছে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১৭ জুলাই ২০২৫ ০৬:৫৭

মাত্র তিন দিন পরেই তৃণমূলে ‘একুশে জুলাই’। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসকদলের ‘মেগা অনুষ্ঠান’-এর দিনে শহরের ট্রাফিক নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের বক্তব্য, সেই দিন শহরে কোনও যানজট হবে না, তা মুচলেকা দিয়ে জানাতে হবে কলকাতা পুলিশের কমিশনারকে। আগামী বছর তৃণমূল এই সভা অন্যত্র করবে, তা-ও মুচলেকা দিয়ে জানাতে হবে তৃণমূলকে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ দিলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এ বছর তৃণমূলের ‘একুশে জুলাই’ হবে আগামী সোমবার। ভিক্টোরিয়া হাউসের পাদদেশে ইতিমধ্যেই প‍্যান্ডেল বাধার কাজ শুরু হয়ে গিয়েছে। যেহেতু ওই সভা রাস্তার ওপর হচ্ছে, তাই ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত বন্ধ রাখা হয়। এর জেরে সপ্তাহের প্রথম দিনেই অফিসযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলার শুনানিতেই কড়া মন্তব্য করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য, “মানুষ কতদিন সহ্য করবেন?” এর পরেই বিচারপতি রাজ‍্যের আইনজীবী কিশোর দত্তকে বলেন, “কলকাতা পুলিশের কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে সেদিন শহরে কোনও যানজট হবে না।” যদিও রাজ্যের এজি কিশোর দত্ত বলেন, “দুর্গাপুজা, ব্রিগেডের সভা এবং রানি রাসমণিতে যখন কোনও কর্মসূচি হয় তখনও যানজটের পরিস্থিতি তৈরি হয়।” তাঁর অভিযোগ, “২১ জুলাইয়ের আগেই মামলা হয়। তার পরেই মামলা নিয়ে তারা ভুলে যান। কতদিন এ সব চলবে?”

মামলাকারীরা জানান, ২১ জুলাইয়ের দিন যানজটের আশঙ্কা নিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়। অভিযোগ, পুলিশের তরফে সেই চিঠির উত্তর দেওয়া হয়নি। তা নিয়ে এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ‍্যের আইনজীবীর কাছে জানতে চান, “মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে তাদের যানজটের আশঙ্কা প্রকাশ করেছে, তিনি (কমিশনার) কেন উত্তর দেননি?” পাশাপাশি বিচারপতি ঘোষ এ-ও বলেন, ওই দিন সকাল ১১টা পর্যন্ত মানুষের অফিস পৌঁছতে যেতে কোনও রকমের অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকেই।

আগামী বছর থেকে এই জনসভা ব্রিগেড, শহিদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করা যাবে কিনা তা নিয়েও তৃণমূলকে মুচলেকা দিয়ে হাই কোর্টকে জানাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 


Share