Mystery Death

ট্যাবে লেখা রয়েছে ‘লস্ট’ শব্দ, গিরিশ পার্কে প্রশিক্ষণরত পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে নেমেছে গিরিশ পার্ক থানার পুলিশ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণরত সৌমাদিত্য কুন্ডুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে গিরিশ পার্কে চাঞ্চল্য। ট্যাবে লেখা ‘লস্ট’ শব্দ ঘিরে রহস্য ঘনাচ্ছে। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

মৃত পাইলট সৌমাদিত্য কুন্ডু
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

গিরিশ পার্কে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম সৌমাদিত্য কুন্ডু (২০)। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাইলট হওয়ার হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। সম্প্রতি ছুটিতে কলকাতায় ফিরেছিলেন তিনি।সৌমাদিত্যের ট‍্যাবের পিছনে লেখা রয়েছে ‘লস্ট’ বলে একটি শব্দ। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৪টা নাগাদ ৪১ নম্বর মধু রায় লেনে অবস্থিত নিজের বাড়ি থেকে বেরিয়ে পরিবারেরই অন্য একটি বাড়িতে যান সৌমাদিত্য। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গিরিশ পার্ক থানার পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সৌমাদিত্যর ট্যাবের পিছনে লেখা ছিল একটি শব্দ— ‘লস্ট’। কেন তিনি এমন লিখেছিলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। সম্প্রতি ছুটিতে কলকাতায় ফিরেছিলেন তিনি। তার পরেই এই ঘটনা ঘটল। 

সৌমাদিত্যর বাবা জানিয়েছেন, ছেলেকে কখনও কোনও বিষয়ে বাধা দিইনি। পাইলট হওয়ার ইচ্ছেপূরণের জন্য বিদেশে পাঠিয়েছিলেন। কী থেকে কী হয়ে গেল, তা বুঝতে পারছেন না তাঁরা। তিনি আরও জানান, অন্য বাড়িতে যাওয়ার কথা বলেই বেরিয়েছিলেন সৌমাদিত্য। এমন ঘটনার পরিণতি তাঁরা মানতে পারছেন না।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।


Share