Kasba Rape Case

কসবার আইন কলেজে আনা হল নির্যাতাতিতা ছাত্রীকে, কী ঘটেছিল ২৫ জুন? করা হল ঘটনার পুননির্মাণ

শনিবার সন্ধ্যায় কসবার আইন কলেজে নির্যাতিতা ছাত্রীকে ঘটনাস্থলে আনা হয়। কী ঘটেছিল ২৫ জুন? তদন্তকারীরা তা জানার চেষ্টা করেছে।

কসবার আইন কলেজে আনা হল নির্যাতিতাকে।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
  • শেষ আপডেট:২৮ জুন ২০২৫ ০১:০৫

কসবার আইন কলেজে আনা হল নির্যাতিতাকে। শনিবার সকালে আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন। এ দিন সন্ধ্যায় তাঁকে সেখান থেকে ওই আইন কলেজের ঘটনাস্থলে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, পুলিশ গত ২৫ জুনের ঘটনার পুননির্মাণ করতে পারে। কী হয়েছিল সেই দিন? তা নির্যাতিতার মুখ থেকে শুনতে চায় পুলিশ। সেটাকে মিলিয়ে দেখা হবে পুলিশকে দেওয়া লিখিত বয়ানের সঙ্গে।

শনিবার সন্ধ্যায় আদালত থেকে সোজা আইন কলেজের ঘটনাস্থলে নির্যাতিতাকে আনা হয়। সন্ধ্যা ৮টা ১০ মিনিট নাগাদ পুলিশি ঘেরাটোপে তাঁকে আনা হয়। ঘটনাস্থলে র‍্যাফও মোতায়েন করা হয়। আঁটোসাঁটো নিরাপত্তায় গোটা এলাকাটা মুড়ে ফেলা হয়েছিল। নির্যাতিতার সঙ্গে ডেপুটি কমিশনার (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা ঘটনাস্থলে আসেন। জানা গিয়েছে, নির্যাতিতা যে বয়ান দিয়েছেন তদন্তকারীরা সেই বয়ান স্বয়ং নির্যাতিতার মুখ থেকে শুনতে চাইছেন। 

এই ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্র-সহ জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় নামে দুই টিএমসিপি কর্মীকে আগেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, তাদেরকেও ঘটনাস্থলে আনা হতে পারে। তাদের নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। এই মুহূর্তে ওই তিন তৃণমূলের নেতা ও কর্মীরা পুলিশের হেফাজতে রয়েছেন।

দু’পক্ষের বয়ান মিলিয়ে দেখার পরেই পুলিশ আদালতে রিপোর্ট পেশ করবে। পাশাপাশি কলেজের দু’টি সিসিটিভির সাত ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেছে। তা-ও পুলিশ খতিয়ে দেখছে। আজই লালবাজার একটি পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। লালবাজার সূত্রের খবর, ওই তদন্তকারী দল নেতৃত্ব দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল।

প্রসঙ্গত, আজই নির্যাতিতার চিকিৎসা-আইনি পরীক্ষা (মেডিকো লিগাল পরীক্ষা) করা হয়েছে। যার রিপোর্ট আদালতকে জানাবে পুলিশ। পাশাপাশি, নির্যাতিতাকে সঙ্গে মনোবিদের পরামর্শ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

এ দিন ডেপুটি কমিশনার (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা বলেন, ‘আমারা আজ ক্রাইম সিন পুননির্মাণ করেছি’।


Share