Woman Allegedly Been Molested

‘ওই ব‍্যক্তি প্রভাবশালী’, হেনস্থার শিকার হওয়া মহিলাকে বাঁচাতে এল না কেউ, দক্ষিণেশ্বরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

আক্রান্ত মহিলা দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণেশ্বর
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০২:৫২

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে মহিলাকে 'শ্লীলতাহানি' অভিযোগ। আক্রান্ত মহিলা বেসরকারি সংস্থায় কর্মরত। তার অভিযোগ, রাস্তা পারাপার করার সময় তাঁর ওপর হামলা চালায় এক ব‍্যক্তি। প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয়। সেই সময় কেউ বাঁচাতে এগিয়ে আসেনি বলেও দাবি করেন তিনি। স্থানীয়দের দাবি, ‘ওই ব‍্যক্তি প্রভাবশালী’। গত ২১ অক্টোবর দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের সামনে ঘটনাটি ঘটেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

গত ২১ অক্টোবর, কালীপুজোর পরের দিন সন্ধ‍্যা নাগাদ ৭টা নাগাদ সন্ধেবেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াকের সামনে দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় উল্টোদিক দিক থেকে এক ব‍্যক্তি এসে তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে সপাটে চড় মারে অভিযুক্ত ব‍্যক্তি। এমনকি ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন আক্রান্ত মহিলা।

তিনি এ-ও জানান, ঘটনার সময় ওখানে অনেকে দাঁড়িয়েছিল। কিন্তু কেউ আক্রান্ত মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি। উল্টে, শুনতে হয়েছে অভিযুক্ত ব্যক্তি কত প্রভাবশালী। তাঁরাই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেন বলে দাবি করেছেন।

আক্রান্ত মহিলা বলেন, “২১ অক্টোবর অফিস থেকে ফেরার সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ রাস্তার উল্টো দিক থেকে এসে এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারে। গায়ে হাত দেয়। প্রতিবাদ করায় মারধর খেতে হয়েছে।” তিনি আরও বলেন, “আশপাশ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। সকলেই মজা দেখছিলেন। কেউ কেউ বলছিলেন অভিযুক্তের অনেক হাত রয়েছে। অভিযুক্ত ওই এলাকার 'তোলাবাজ'। অটো, টোটোর থেকে টাকা তোলে।“

এর পরেই আক্রান্ত মহিলা দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। সন্ধেবেলা ওই এলাকা যথেষ্ট জমজমাট থাকে। বাস, অটো, শাটল গাড়ি চলাচল করে। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনার পরে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।


Share