Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা, রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের

সেখানে অতিথি হিসাবে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ঢুকতেই মূল প্রবেশ পথের বাইরে বিক্ষোভে সরব হন বাম ছাত্র সংগঠনের একাংশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলতে থাকে স্লোগান শাউটিং।

বিক্ষোভে সরব এসএফআই
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৪:১৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই ক্যাম্পাসে উত্তেজনা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই -এর। এই সমাবর্ত অনুষ্ঠানে আচার্য সি ভি আনন্দ বোস ঢোকার পরই মূলত বিক্ষোভ শুরু হয়। মূল প্রবেশ পথের বাইরে বিক্ষোভ দেখান এসএফআই- এর কর্মী সমর্থকেরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার অডিটোরিয়ামে ৬৮ বছরের সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে অতিথি হিসাবে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ঢুকতেই মূল প্রবেশ পথের বাইরে বিক্ষোভে সরব হন বাম ছাত্র সংগঠনের একাংশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলতে থাকে স্লোগান শাউটিং।

বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের সম্পাদক বলেন, " দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এছাড়া কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে যে ফান্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ধার্য করা হয় তা গত ১০ বছরে পাওয়া যায়নি। ফলে বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে।" 

বিক্ষোভের জেরে অবশেষে রাজ্যপাল ছাত্রদের সঙ্গে দেখা করতে সম্মতি প্রকাশ করেন। এরপর এসএফআইয়ের তরফ থেকে দু'জনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তাকে সমস্ত দাবি জানানো হয়। রাজ্যপাল ছাত্র ছাত্রীদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্র জানান, আইসিসি কমিটিতে এর আগে জানানো হয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধি নিয়োগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সদুত্তর পাওয়া যাচ্ছে না। উপাচার্য, আচার্যকেও মেল, চিঠি মারফত জানানোর চেষ্টা করেছি। আজ সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যপাল এখানে এসেছেন। তাই ওনার সঙ্গে কথা বলতে চাই আমরা। 


Share