Deployment Of Police Force In Durga Puja

দুর্গাপূজোর পাঁচদিন কলকাতার রাস্তায় থাকবে দশ হাজার বাহিনী, প্রায় দু’হাজার সিসি ক্যামেরা, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ

শহরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই বার্তা দিয়েছিল কলকাতার কমিশনার মনোজ বর্মা। পুজো কমিটির কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে থানার খাতায় যারা ‘দাগি’ তাদের ওপর বিশেষ নজরদারি-সহ একাধিক ব‍্যবস্থা নিতে বলেছিলেন।

পুজোয় মোতায়েন থাকবে দশ হাজার বাহিনী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৭

দুর্গাপূজোয় প‍্যান্ডেল গুলিতে ভীড় বাড়ছে। সেই ভীড় সামলাতে শহরের রাস্তায় মোতায়েন থাকবে দশ হাজারের বেশি বাহিনী। লালবাজার সূত্রের খবর, পুজো প‍্যান্ডেল বাদ দিয়ে গোটা শহর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এ ছাড়াও দুর্গাপুজোর পাঁচদিন শহরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

লালবাজার সূত্রের খবর, পুজোর পাঁচদিন শহরের রাস্তায় থাকবে দশ হাজারের বেশি পুলিশের বাহিনী। কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনারেরা ওই দিনগুলিতে রাস্তায় থাকবেন। তার তদারকি করবে অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশের কর্তারা। এ ছাড়াও লালবাজারের কন্ট্রোল রুমে আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। লালবাজার সুত্রের খবর, দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মতো বিশেষ কন্ট্রোল রুম এ বছরও চালু করা হচ্ছে। প্রতি বছর এনসিসির ক‍্যাডেটদেরকে ভীড় এবং ট্রাফিক সামলানোর কাজে লাগানো হয়। এ বছর তা করা হবে কি না, যদিও সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করেনি লালবাজার। তবে বড় পুজোগুলিতে পুলিশের সংখ্যা বেশি থাকবে।

শহরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই বার্তা দিয়েছিল কলকাতার কমিশনার মনোজ বর্মা। পুজো কমিটির কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে থানার খাতায় যারা ‘দাগি’ তাদের ওপর বিশেষ নজরদারি-সহ একাধিক ব‍্যবস্থা নিতে বলেছিলেন। বৃহস্পতিবার লালবাজার সূত্রের জানা গিয়েছে, গোটা শহর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এ ছাড়াও রাস্তায় মহিলা পুলিশ মোতায়েন থাকবে। ভীড়ে কোনও মানুষ হারিয়ে গেলে, তাকে যাতে দ্রুত খুঁজে বের করা যায়, তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। কলকাতা পুলিশের ‘কর্মা’ অ‍ এবং ‘ট্রমা কেয়ার’ অ‍্যাম্বুলেন্সকে সর্বদা সজাক থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তাদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা করা হয়েছে।


Share