Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা! রাজ‍্যে উধাও শীত, বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপের রূপ নেবে। ফলে নভেম্বরের শেষ দিকে মেঘলা থাকবে আকাশ। সব মিলিয়ে নভেম্বরের আর শীতের সম্ভবনা নেই

কুয়াশায় ঢেকেছে শহর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১২:২৮

নভেম্বরের প্রথম দিকে ভালোই শীতের প্রভাব পড়েছিল রাজ‍্যে। কিন্তু পূর্ব সম্ভবনা অনুযায়ী আবার পারদ চড়তে শুরু করেছে। আগামী বেশ কয়েক দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। একদিকে পুবের হওয়া, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা মূলত এই দু'য়ের কারণেই আবার উধাও শীতের আমেজ।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ওপরে পূবের হাওয়ার ভালই প্রভাব পড়বে। অন্যদিকে, উত্তর ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে ২০ নভেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল বায়ুর প্রবেশ কিছুটা বাধাপ্রাপ্ত হবে। এর ফলে সিকিম-সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যা নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভবনা প্রবল। এর প্রভাবে নভেম্বরের শেষ দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ছ'টি জেলায় আকাশ মেঘলা থাকবে। সব মিলিয়ে শীতের আমেজ উধাও। নভেম্বরেরও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই বলে মনে করা হচ্ছে।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী শুক্রবারের মধ্যেই ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।


Share