Kasba Rape Case

কলকাতার ল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, ২ জুলাই কসবা অভিযানের ডাক বিজেপির

আগামী ২ জুলাই বিজেপির যুব মোর্চা কসবা অভিযানের ডাক দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন।

আগামী ২ জুলাই কসবা অভিযানের ডাক বিজেপির।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
  • শেষ আপডেট:৩০ জুন ২০২৫ ১২:০৮

সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আগামী ২ জুলাই রাজ্য বিজেপির যুব মোর্চা কসবা অভিযানের ডাক দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। আজ, রবিবার বিজেপির পক্ষ থেকে ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়। এ দিন বিজেপি নেতা-কর্মীরা গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিলে অংশ নেন। 

রবিবার কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আর বাড়িতে বসে থাকলে হবে না। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর এবং কসবার ঘটনায় কন্যা সুরক্ষা যাত্রা চলবে।’’

কসবার ল কলেজে ভিতরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শাসকদল তৃণমূল এবং কলকাতা পুলিশকে একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘এরা কারা? ভাইপো গ্যাং! মমতা হঠাও, কন্যা বাঁচাও। কলকাতা পুলিশ ধর্ষকদের রক্ষাকর্তা। ছাত্রীর মা-বাবাকে কোথায় লুকিয়ে রেখেছেন কলকাতার পুলিশ কমিশনার? মনোজ বর্মা কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে?’’

ওই কর্মসূচি থেকে বিজেপি জানায়, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে তারা আন্দোলন চালিয়ে যাবে। রবিবার আরজি কর প্রসঙ্গ তুলে নবান্ন অভিযানেরও ডাক দেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘‘আরজি করের নির্যাতিতার বাবা-মাকে বলব ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিন। সব নাগরিককে বলব বেরিয়ে আসুন। রাজনীতি সরিয়ে রেখে আমিও যোগ দেব।’’

প্রসঙ্গত, কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিজেপি। গতকাল এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গড়িয়াহাট থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। সারা রাত তাঁরা লালবাজারে কাটিয়েছিলেন। আজ, সোমবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়।


Share