Indian Political Action Committee

তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তদন্ত চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

এ বার ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও লিখেছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১২ আগস্ট ২০২৫ ১১:১৯

সরকারি কাজে নাক গলানোর অভিযোগে আগেই সমাজমাধ্যমে আইপ‍্যাকের বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এ বার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেলেন বিরোধী দলনেতা। সোমবার এই বিষয়ে তদন্তের দাবি তুলে কেন্দ্রীয় তথ‍্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন তিনি।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামে সরকারি প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের ব‍্যানার, ফেস্টুনের নকশা কেমন হবে তা নিয়ে রাজ্যের তথ‍্য ও সংস্কৃতি দফতরের সচিবকে ইমেল পাঠিয়েছে শাসকদল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সরকারি কাজে ‘নাক গলানোর’ অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছেন, আইপ‍্যাক একটি বেসরকারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। তারা রাজ‍্যের শাসকদল তৃণমূলের হয়ে কাজ করছে। তারা রাজ্য সরকার ও প্রশাসনের অন্দরে ‘অনুপ্রবেশ’ করেছে। রাজ্যের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিক ও পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার-সহ ঊর্ধ্বতন সরকারি কর্তাদেরও নির্দেশ দিচ্ছে এই বেসরকারি সংস্থা।

এ দিন শুভেন্দু কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের যোগাযোগ ব্যবস্থায় আইপ্যাক হস্তক্ষেপ করছে। তার ডিজিটাল প্রমাণও রয়েছে। আইপ‍্যাকের কাছে এই সংক্রান্ত কোনও অনুমোদন নেই। এতে বেসরকারি সংস্থা দ্বারা রাজ্যের তথ্যপ্রযুক্তি সম্পদের অপব্যবহার করা হচ্ছে। যার ফলে ‘ডেটা প্রাইভেসি’ এবং ‘সাইবার নিরাপত্তা বিধি’ লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ-ও বলেন, “এটি ক্ষমতার অপব্যবহার। যা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস দলীয় প্রচারের জন্য রাজ্যের অর্থভাণ্ডার থেকে অর্থ জোগানো কাজ করছে। এতে আর্থিক কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা রয়েছে।” বিরোধী দলনেতার দাবি, “এটা সম্পূর্ণ বেআইনি। যার পূর্ণাঙ্গ তদন্ত করানো হোক।” এ ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Share