Kolkata Metro

বড়দিনে কলকাতায় মেট্রো যাত্রীদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা, পার্ক স্ট্রিট-সহ ব্যস্ত স্টেশনগুলিতে বাড়তি আরপিএফ মোতায়েন

বড়দিন উপলক্ষ্যে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর এই ব্যস্ত মেট্রো স্টেশনগুলিতে অতিরিক্ত রেলরক্ষী (আরপিএফ) মোতায়েন করা হয়েছে। ভিড় ও বিশেষ পরিস্থিতি সামাল দিতে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে স্পেশাল টিম স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি, এই তিনটি স্টেশনের জন্য একটি করে কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয়েছে।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০১:১১

আজ বড়দিন উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর এই ব্যস্ত মেট্রো স্টেশনগুলিতে অতিরিক্ত রেলরক্ষী (আরপিএফ) মোতায়েন করা হয়েছে। মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক মহিলা আরপিএফ অফিসার ও কর্মী থাকছেন।

ভিড় ও বিশেষ পরিস্থিতি সামাল দিতে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে স্পেশাল টিম স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি, এই তিনটি স্টেশনের জন্য একটি করে কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও নজরদারির জন্য সেন্ট্রাল কন্ট্রোলে আজ অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রী ভিড় নিয়ন্ত্রণে কিউ ম্যানেজার, লাউড হেলার, দড়ি সহ বিভিন্ন যাত্রী-নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হবে। নিরাপত্তা জোরদার করতে স্নিফার ডগের মাধ্যমে তল্লাশিও চলবে। এর পাশাপাশি, একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে গঠিত একটি অতিরিক্ত স্পেশাল টিম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মোতায়েন থাকবে।


Share