The price of alcohol is increasing

ইংরেজি নববর্ষের আগেই রাজ্যে বাড়ছে মদের দাম, ১ ডিসেম্বর থেকে কার্যকর নতুন শুল্কহার

ইংরেজি নববর্ষের আগে বাড়ছে মদের দাম। পশ্চিমবঙ্গ আবগারি দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক। আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত উৎপাদক, পরিবেশক ও হোলসেল বিক্রেতাদের ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হওয়া স্টকের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে, এবং সেই বোতলগুলিতে সংশোধিত দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে যাতে গ্রাহকরা নতুন মূল্য স্পষ্টভাবে জানতে পারেন।

আগামী মাস থেকে বৃদ্ধি পাচ্ছ মদের দাম
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ০১:১৫

ইংরেজি নববর্ষের আগে বাড়ছে মদের দাম। পশ্চিমবঙ্গ আবগারি দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক। এই সিদ্ধান্তের ফলে বিয়ার বাদে দেশি ও বিদেশি মদের শুল্কের হার বৃদ্ধি করা হবে।

আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত উৎপাদক, পরিবেশক ও হোলসেল বিক্রেতাদের ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে বলা হয়েছে। কারণ ওই তারিখের পর থেকে পুরনো দামে বিক্রি নিষিদ্ধ থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হওয়া স্টকের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে, এবং সেই বোতলগুলিতে সংশোধিত দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে যাতে গ্রাহকরা নতুন মূল্য স্পষ্টভাবে জানতে পারেন।

আবগারি দফতর ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিজ্ঞপ্তির কপি পাঠিয়ে দিয়েছে। প্রতিটি ব্র্যান্ড ও পরিবেশককে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন ও লেবেল পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, নতুন নিয়ম কার্যকর হওয়ার শুরুতে রাজ্যের মদের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। তবে প্রশাসনের আশা, ব্যবসায়ীরা আগেভাগে প্রস্তুতি নিলে বড় কোনও জটিলতা হবে না।

নতুন শুল্কহার কার্যকর হলে রাজ্য সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করছে প্রশাসন। যদিও ঠিক কতটা রাজস্ব বাড়বে, তা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আবগারি দফতরের কর্তারা জানিয়েছেন, নতুন নীতি কার্যকর হওয়ার এক মাস পরেই রাজস্ব বৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে বোঝা যাবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই রাজস্ব বৃদ্ধি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার নতুন জনকল্যাণমূলক প্রকল্প ও ঘোষণা আনতে পারে, যার জন্য অতিরিক্ত রাজস্ব আদায় রাজ্য অর্থনীতিকে কিছুটা শক্তিশালী করবে।


Share