Police Assaulted

ট্যাংরায় চুরির আসামীকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, বাঁশ, টিউবলাইট দিয়ে মারধর, জখম আটজন, গ্রেফতার তিনজন

ধৃতদের নাম মহম্মদ সাহিল, মহম্মদ জিলানি এবং মহম্মদ সাহিল খান। ঘটনায় জখম হয়েছেন ছয় থেকে সাত জন পুলিশকর্মী। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ট্যাংরা থানায় মারধরের ঘটনায় আলাদা একটি মামলা রুজু করেছে পুলিশ।

অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০২:০১

খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। ট‍্যাংরায় ডিসি দে রোডে চুরির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করতে মার খেতে হল পুলিশকর্মীদের। সূত্রের খবর, ছয় থেকে সাত জন পুলিশকর্মী জখম হয়েছেন। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গত কয়েক দিন আগে বিধাননগর দক্ষিণ থানায় একটি চুরির মামলা রুজু হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন জনকে চিহ্নিত করে পুলিশ। সেই মামলার তদন্তে তাদের অভিযুক্তদের লোকেশন নিশ্চিত সোমবার দুপুরে হতেই ট‍্যাংরার ডিসি দে রোডে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। 

ট‍্যাংরা এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযান চালায়। সেখানে যেতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে বাধা দেওয়া হয়। একটি গাড়িতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যেতে গেলে ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। অভিযোগ, পুলিশের অভিযানে এক যুবক জখম হয়েছে। অভিযুক্তদের নিয়ে গাড়ি বেরিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা বাকি গাড়িগুলিকে ঘিরে বিক্ষোভ চলে। অভিযানে আসা পুলিশকর্মীদের ওপরে চড়াও হয় কয়েক জন। বাঁশ, রড, কাচের বোতল, টিউবলাইট, ইট দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ট‍্যাংরা থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধৃতদের নাম মহম্মদ সাহিল, মহম্মদ জিলানি এবং মহম্মদ সাহিল খান। ঘটনায় জখম হয়েছেন ছয় থেকে সাত জন পুলিশকর্মী। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ট্যাংরা থানায় মারধরের ঘটনায় আলাদা একটি মামলা রুজু করেছে পুলিশ। সিসি ক‍্যামেরা ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। ঘটনায় পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 


Share