Kolkata Metro Rail is Addressing The Problem

‘শেষ স্টেশনে যাত্রীরা রেক খালি করছেন না, অনীহা দেখাচ্ছেন’, ব্লু-লাইনে মেট্রো পরিষেবা অবনতির দায় যাত্রীদেরও

বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৭২টি মেট্রো যাতায়াত করে। তার মধ্যে মোট ৩২টি ট্রেন মহানায়ক উত্তমকুমার থেকেই দক্ষিণেশ্বরগামী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব‍্যস্ত সময়ে পাঁচ মিনিট এবং বাকি সময়ে সাত মিনিট অন্তর পরিষেবা মিলবে।

মেট্রো বিভ্রাটের জেরে স্টেশনে জমেছে ভিড়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০

মেট্রোর কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল ধরা পড়েছে। এর পরেই অনির্দিষ্টকালের জন্য সেই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভাঙা পথে চলছে মেট্রোরেল। মেট্রোর ব্লু-লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা মিলছে। তাতেও একাধিক বার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বার ‘টিকিট কেটে’ ওঠা মেট্রোর যাত্রীদেরও কাঠগড়ায় দাঁড় করালো মেট্রো। মেট্রোর দাবি, যে সব ট্রেন মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত যাচ্ছে, সেই ট্রেনের রেক যাত্রীরা খালি করতে চাইছেন না। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

বৃহস্পতিবার নিজেদের প্রযুক্তিতে যে ত্রুটি রয়েছে, তা মেনে নেওয়ার পাশাপাশি, টাকা দিয়ে ‘টিকিট কেটে’ ওঠা যাত্রীদের বিরুদ্ধেও অভিযোগ করেছে মেট্রো রেল। তাঁদের দাবি, “মহানায়ক উত্তমকুমার স্টেশনে এসে যাত্রীরা রেক খালি করছেন না। তাঁরা রেক খালি করতে অনীহা দেখাচ্ছেন।” রেক পুরোপুরি খালি না হওয়ায় সেই ট্রেন দক্ষিণেশ্বরগামী করতে দেরি হচ্ছে। ব‍্যহত হচ্ছে পরিষেবা। এই বিষয়ে এক মেট্রো যাত্রীর বক্তব্য, “শহিদ ক্ষুদিরাম যাওয়ার কথা বলে, মহানায়ক উত্তমকুমার স্টেশনে এসে থমকে যাচ্ছে। আমি তো টিকিট কেটে যাত্রা করি। আমাদের কী দোষ। ওটা মেট্রোর অপদার্থতা।”

মেট্রো জানিয়েছে, ডাউন লাইনে সব ট্রেন শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ, সেখানে প্রযুক্তিগত ত্রুটির রয়েছে। বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৭২টি মেট্রো যাতায়াত করে। তার মধ্যে মোট ৩২টি ট্রেন মহানায়ক উত্তমকুমার থেকেই দক্ষিণেশ্বরগামী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব‍্যস্ত সময়ে পাঁচ মিনিট এবং বাকি সময়ে সাত মিনিট অন্তর পরিষেবা মিলবে। এর ফলে বর্তমানের তুলনায় পরিষেবা মসৃণ করা সম্ভব হবে বলে মনে করছে মেট্রোর কর্তারা।

শহরে মেট্রো পথ বেড়েছে। হাওড়া এবং শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশন জুড়ে গিয়েছে। আবার সামনেই দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজো রয়েছে। ফলে ব্লু- লাইনে যাত্রীদের চাপ আরও বেড়েছে। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় ভাঙা পথে ট্রেন চলাচল করছে। এর ফলে বেশ কয়েক দিন ধরেই ব্লু-লাইনে ট্রেন বিভ্রাট দেখা দিয়েছে। কখনও পয়েন্টের সমস্যা, কখনও রেক বিকল হয়ে পড়া। আবার কখনও সিগন্যাল বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হয়েছে। 

বৃহস্পতিবার মেট্রো এ-ও জানিয়েছে, “মহানায়ক উত্তমকুমার কার্শেডের পুনরুজ্জীবন, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘রেক রিভার্সাল’-এর সুবিধা স্থাপন করা হচ্ছে। এর পাশাপাশি কবি সুভাষ স্টেশনকে পুনরায় চালু করার পরিকল্পনাও পর্যালোচনা করা হচ্ছে। প্রতিটি সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হচ্ছে।” খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


Share