Hooghly Bridge Will Be Closed For Vehicles

চলবে সংস্কারের কাজ, শনিবার এবং রবিবার ন’ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা পুলিশ

এর আগেও পর পর দু’টি সপ্তাহান্তে বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ তুলনামূলক বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১০ অক্টোবর ২০২৫ ১২:৫০

আগামী শনিবার এবং রবিবার মিলিয়ে মোট ন’ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। তার জন্য গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। 

মেরামত এবং সংস্কারের কাজ চলছে শহরের অন্যতম ব্যস্ত এই সেতুতে। বৃহস্পতিবার কলকাতা পুলিশ সেই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে বিদ‍্যাসাগর সেতু বন্ধ রাখার কথা জানিয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার, ১১ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘণ্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সেতু বন্ধ রাখা হবে।

বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় এই সময়ের মধ্যে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেবে কলকাতা ট্রাফিক পুলিশ। কোন কোন রাস্তা দিয়ে কোথায় পৌঁছোনো যাবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেই গুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।

আবার জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেই গুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠিয়ে দেওয়া হবে। অন‍্যদিকে সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোডের সমস্ত গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

এর আগেও পর পর দু’টি সপ্তাহান্তে বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ তুলনামূলক বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। 


Share