Rain Is Due to Depression Not Cloud Burst

নিম্নচাপের জেরেই বৃষ্টি, কলকাতায় ‘ক্লাউডবার্স্ট’ হয়নি, মেয়র ফিরহাদের তত্ত্ব খারিজ করে জানাল আলিপুর আবহাওয়া দফতর

মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, “আমি কলকাতায় জন্মেছি। এত বড় হয়েছি। এমন মেঘভাঙা বৃষ্টি দেখিনি। কাগজে পড়েছি, কাশ্মীর, উত্তরাখণ্ডের দিকে এ রকম বৃষ্টি হয়। আজ সেটা কলকাতায় দেখলাম।”

বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৬

গত রাত থেকে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতার জনজীবন। মেয়র ফিরহাদ হাকিমের এলাকা চেতলাতেও জমেছে জল। সকালে মেয়র দাবি করে বলেছিলেন, কলকাতায় মেঘভাঙা বৃষ্টির (ক্লাউডবার্স্ট) জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর সেই দাবি উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি নিম্নচাপের জন্য হয়েছে। মেঘভাঙা বৃষ্টি হয়নি।

মঙ্গলবার সকালে পুরসভার কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, “আমি কলকাতায় জন্মেছি। এত বড় হয়েছি। এমন মেঘভাঙা বৃষ্টি দেখিনি। কাগজে পড়েছি, কাশ্মীর, উত্তরাখণ্ডের দিকে এ রকম বৃষ্টি হয়। আজ সেটা কলকাতায় দেখলাম।” যদিও আলিপুর আবহাওয়া দফতর সেই দাবি উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য, গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, তা মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) নয়। ‘মেঘভাঙা বৃষ্টির’ হাওয়ার জন্য জন‍্য যে অনুকুল পরিবেশ তৈরি হওয়ার কথা, তা এ ক্ষেত্রে তৈরি হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার রাত থেকে কলকাতায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। মেয়রের কথায়, “এটি একটি ভয়াবহ বৃষ্টি, যা এর আগে আমরা কখনও দেখিনি।” আবহাওয়া দফতরের বলছে, এমন বৃষ্টি আগেও হয়েছে। তারা জানিয়েছে, এর আগে ২৫১ মিলিমিটারের বৃষ্টি ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গতকালের বৃষ্টি কলকাতার ষষ্ঠতম রেকর্ড । তবে কোনও ভাবেই এটি ক্লাউড ব্লাস্ট হয়নি বলে স্পষ্ট করেছে আবহাওয়া দফতর।

এ দিন মেয়র আরও বলেন, “প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারি না।” তাঁর দাবি, সাধারণ বৃষ্টিতে কলকাতায় জল জমার কথা নয়। কিন্তু সোমবার রাত থেকে যে ভাবে বৃষ্টি হয়েছে, তা অস্বাভাবিক। আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবে প্রচুর মেঘ পুঞ্জিভূত হয়েছে। সেই থেকেই এমন বৃষ্টি হয়েছে। যদি এটা সাধারণ নিম্নচাপের জেরে বৃষ্টি হয়, তাহলে অতীত থেকে যে পুরসভার কোনও শিক্ষা নেয়নি, তা আবারও প্রমাণ হল বলে মনে করছেন শহরবাসী।


Share