Metro Railway

শহর জুড়ছে মেট্রো, আগামীকাল তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল, শুক্রবার রাজ‍্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরেই বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে।

তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২১ আগস্ট ২০২৫ ০৬:২৭

পূজোর আগেই রাজ‍্যবাসীর জন্য বড় উপহার। বহু প্রতীক্ষিত তিন মেট্রো রুটে শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। আগামীকাল শুক্রবার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে ওই তিনটি রুটের পরিষেবা।

যে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে তা হল, এসপ্লানেড থেকে শিয়ালদহ, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা। আগামীকাল শুক্রবার কৌশিকী অমাবস্যা। রাজ‍্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তিথিতেই এই তিনটি রুটের উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সাজানো হচ্ছে সংশ্লিষ্ট স্টেশনগুলিও।

এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটের মেট্রো চালানোর জন্য অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি বউবাজার এলাকায় মেট্রো কাজের জন্য বাড়িতে ফাটল ধরেছে সে অভিযোগ উঠেছিল। ঘটনাস্থলে মেট্রোরেলের আধিকারিকেরা গেলে তাদেরকেও হেনস্থা করার অভিযোগ উঠেছিল। বাকি তিনটি রুটের ক্ষেত্রেও একই সমস্যা ছিল।কিন্তু সে সব এখন অতীত। সমস্ত বাঁধা পেরিয়ে ট্রায়াল রান শুরু করে। মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এই তিন রুটে চুড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। শেষ হলেই করা হবে তার উদ্ধোধন।

মেট্রো জানিয়েছে, এসপ্লানেড এবং শিয়ালদহের মধ্যে সংযোগ স্থাপন হয়ে গেলে হাওড়া, হুগলি-সহ নদীর ওপারের বিস্তীর্ণ এলাকার মানুষ খুব সহজেই সল্টলেকের দিকে যাতায়াত করতে পারবেন। ফলে পূর্ব রেলের বিধাননগর স্টেশনের ওপর চাপ অনেকটাই কমে যাবে। অপরদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সংযোগ স্থাপিত হলে উত্তর ২৪ পরগনার জেলার মানুষ সহজেই কলকাতাগামী হতে পারবেন। আবার রুবি এবং বেলেঘাটার মধ্যে সংযোগ স্থাপন হলে রাস্তায় গাড়ির জ‍্যাম উপেক্ষা করে নিজের কর্মক্ষেত্রে মানুষ পৌঁছে যেতে পারবেন।

আসছে বছর সাদা বাড়ির লাড়াইয়ে ঝাঁপাবে বিজেপি। সেই লড়াইয়ের আগে দূর্গাপূজোর উপহার হিসেবে মানুষের জন্য এই তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে যাচ্ছেন না। এর পরে একটি রাজনৈতিক জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেই উন্নয়নের এই কর্মযোজ্ঞকে হাতিয়ার করে বিজেপির নেতা-কর্মীদের প্রচার কারার বার্তাও দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


Share