Abduction And Molestation

মেডিকেল পরীক্ষায় অনীহা, অভিযোগকারিণী তরুণী তদন্তে সহযোগিতা করছেন না, ইএম বাইপাসে অপহরণ এবং শ্লীলতাহানি ঘটনায় দাবি পুলিশের

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা তরুনীর বয়স ২৫ বছর। অভিযোগপত্রের বয়ান অনুযায়ী, তিনি ইএম বাইপাসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। এর পরে গাড়িতে জোর করে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে তিন জন ছিল। সেখানেই তরুণীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১১:২২

ত শুক্রবার সন্ধ্যায় প্রগতি ময়দান থানা এলাকায় এক ২৫ বছরের তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রের খবর, তরুণী তদন্তে সহযোগিতা করছেন না। ঘটনার পুনর্নির্মাণ করতে তাঁকে ডাকলেও তিনি আসছেন না। এমনকি তাঁকে মেডিকেল পরীক্ষা জন্য বললেও তিনি অনীহা প্রকাশ করছেন। এই অবস্থায় কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ডেকে ছিলেন তদন্তকারীরা। তাতে তিনি সম্মতি দিচ্ছেন না। বারবার বলা সত্ত্বেও তিনি রাজি হচ্ছেন না। বারবার বদল করছেন বয়ান। পুলিশ সূত্রের খবর, ঘটনার পুনর্নির্মাণ করতে চেয়ে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য তদন্তকারীরা জানিয়েছিলেন। তিনি নাকি তাদের জানিয়েছেন,‘এসব আমি করতে পারব না।’ শুক্রবার ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছিল, কীভাবে তরুণী ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন, যতবার ঘটনাস্থল এবং রুট দেখানোর জন্য বলা হলেও তিনি ততবারই এড়িয়ে গিয়েছেন বলে দাবি করেছে ওই পুলিশ সূত্রটি।

এ ছাড়াও, তরুণীর ওপর কোনও পক্ষের তরফ থেকে কোনও চাপ আসছে কি না তা-ও স্পষ্ট করছেন না বলেই জানা গিয়েছে। ঘটনার পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তরুণী ঘটনাস্থল সঠিকভাবে না বলার জন‍্য তা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। 

ঘটনার পরে তিন জনের নামে অভিযোগ দায়ের হয় প্রগতি ময়দান থানায়। তদন্তে নেমে আলতাব হোসেন নামে এক অভিযুক্তকে গার্ডেনরিচ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলতাবের দাবি, তিনি এই এঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নন। তিনি ঘটনাস্থলেই ছিলেন না। যদিও বয়ানের সঙ্গে ঘটনার দিনে আলতাবের ফোনের টাওয়ার লোকেশন মেলানো হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এর পাশাপাশি, তরুণীর ব‍্যাঙ্কের স্টেটমেন্ট চাওয়া হয়েছে।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা তরুনীর বয়স ২৫ বছর। অভিযোগপত্রের বয়ান অনুযায়ী, তিনি ইএম বাইপাসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। এর পরে গাড়িতে জোর করে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে তিন জন ছিল। সেখানেই তরুণীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তার এ-ও অভিযোগ, তাঁকে মাদক দ্রব্য খাওয়ানো হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা এক জনকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। বারি দু’জনের খোঁজে তল্লাশি হচ্ছে। 

এর পরে তরুণীকে ময়দানের নির্জন এলাকায় ছেড়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা। ময়দান এলাকায় পুলিশের টহলদারি একটি দল তরুণীকে দেখতে পায়। পরে তাঁর বয়ানের ভিত্তিতে প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


Share