Bangladesh Turmoil

বাংলাদেশে দীপু দাসকে হত্যার প্রতিবাদ মিছিলকে ঘিরে রণক্ষেত্র বেকবাগান চত্বর, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, আটক ১০ জনের বেশি

নেতারা পুলিশের সঙ্গে কথা বলে কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ অনুমতি না দিলে ব‍্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। বেশ কিছু ক্ষণ শান্ত থাকার পরে ফের উত্তেজনা ছড়ায়। সদস‍্যেরা ব‍্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে।

মিছিল ঘিরে ধুন্ধুমার বেকবাগান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৯

বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত‍্যার প্রতিবাদে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। সেই মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান চত্বর। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ে বিক্ষোভকারীরা যেতে চাইলে পুলিশ বাধা দেয়। ব‍্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

সোমবারের পরে মঙ্গলবারের বাংলাদেশের হিন্দুহত‍্যার প্রতিবাদের আঁচ পড়েছে কলকাতার রাজপথে। এ দিন শিয়ালদহ স্টেশন থেকে বেকবাগানের বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ, এবিভিপি-সহ একাধিক সংগঠনের সদস্যেরা। মিছিল এগিয়ে বেকবাগানের কাছাকাছি পৌঁছতে পুলিশ ব‍্যারিকেড করে দেয়। সেখানে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

তার পরে সংগঠনের নেতারা পুলিশের সঙ্গে কথা বলে কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ অনুমতি না দিলে ব‍্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। বেশ কিছু ক্ষণ শান্ত থাকার পরে ফের উত্তেজনা ছড়ায়। সদস‍্যেরা ব‍্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাঁদের। চলতে থাকে পুলিশের মাইকিং। তাতেও বিক্ষোভকারীরা শান্ত না হলে লাঠিচার্জ শুরু করে। ঘটনাস্থলে আসে আরও বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, তাঁদের আপাতত লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ১০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ঘটনায় বেশ কয়েক জন বিক্ষোভকারী ধস্তাধস্তিতে অসুস্থ হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনের নেতারা।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশের হিন্দু হত‍্যার প্রতিবাদে সাধুসন্তদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কার্যালয় পর্যন্ত মিছিলে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে মিছিলও আটকে যায়। রাস্তায় বসেই বিক্ষোভ চলে। তিনি বলেন, যতদিন না দীপুর হত‍্যাকারীরা শান্তি পাচ্ছে, রোজ এখানে আসব। এর পরেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এক কেজি পেঁয়াজ বাংলাদেশে যেতে দেবো না। ২৬ ডিসেম্বর রাজ্যের সমস্ত সীমান্তে প্রতীকী বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।


Share