Narendra Modi

মোদীর হাতে গতি বাড়ল কলকাতার, পূজোর আগে তিনটি সম্প্রসারিত মেট্রো রুট উপহার প্রধানমন্ত্রীর

কৌশিকী অমাবস্যায় তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নিত‍্যযাত্রী কথায়, ‘অনেক সুবিধা হল’।

তিনটি মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২২ আগস্ট ২০২৫ ০৯:২৬

যাবতীয় অপেক্ষায় অবসান। তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা সাধারণের জন্য খুলে দেওয়া হল। ফলে শহর এবং শহরতলির জনজীবনে আরও গতি বেড়ে গেল।

১৯৮৪ সালে এসপ্লানেড থেকে ভবানীপুর পর্যন্ত মেট্রো পরিষেবা প্রথম চালু হয়। তার পর থেকে ক্রমশ বেড়েছে মেট্রোর যাত্রাপথ। দীর্ঘক্ষণ কলকাতার যানজট ঠেলে গন্তব্যে পৌঁছোতে যা সময় লাগে মেট্রো চেপে তার থেকে অনেক কম সময় লাগে। ফলে গতি পেয়েছে শহরের জনজীবন। আজ, ২২ অগস্ট ২০২৫ আরও বাড়ল মেট্রোর যাত্রাপথ। যুক্ত হল শহরের একাধিক জায়গা। কৌশিকী অমাবস্যা তিথিতে সব মিলিয়ে মোট ১৪ কিলোমিটার কলকাতা মেট্রোর সম্প্রসারিত যাত্রাপথ উদ্বোধন করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন রুটের উদ্বোধন করেন। একই সঙ্গে দু’টি চালু রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারণও হয় তাঁর হাত দিয়েই হয়। কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বারাসত রুটের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিলোমিটার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা (এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ জুড়ে) এবং অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (নিউ টাউন হয়ে) অংশের রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৪ কিমি অংশ মেট্রোপথে সংযোজিত হয়। এর ফলে শহরতলির পরিবহণ ব্যবস্থা বদলে গেল।

মেট্রো রেল জানিয়েছে, হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ এবং আধঘণ্টায় সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছনো যাবে। অফিস টাইমে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যে যানজট তৈরি হয়, তা অনেকাংশে এড়ানো সম্ভব অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে। অন্যদিকে, ইয়েলো লাইনের নোয়াপাড়া-বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হওয়ার পরে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একই ভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।’’

তিনি আরও বলেন, ‘‘আজ আর একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা।’’

এ দিন এক নিত‍্যযাত্রী বলেন, “আমি হাওড়া থেকে শিয়ালদহে প্রতিদিন কাজে আসি। বাসে করে আসতে হয়। সময় লেগে যায় আধঘণ্টার বেশি। এ বার থেকে মেট্রো চেপে ১২ মিনিটে পৌঁছে যাব। অনেক সুবিধা হল।”


Share