Unnatural Death

আনন্দপুরের গেস্ট হাউস থেকে পানশালার নর্তকীর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মৃতার নাম শ্রেয়া বর্মা। তিনি পানশালায় কাজ করতেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আনন্দপুরের গেস্ট হাউস থেকে পানশালার নর্তকীর দেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৬ আগস্ট ২০২৫ ১২:৪৬

সোমবার সকালে আনন্দপুরের গেস্ট হাউস থেকে অচৈতন্য অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। তরুণী পেশায় পানশালার নর্তকী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

মৃতার নাম শ্রেয়া বর্মা। তিনি এলাকারই পানশালার নর্তকী ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে মহম্মদ চাঁদ নামে এক পুরুষ বন্ধুর সঙ্গে গেস্ট হাউসে ওঠেন। সেখানে তাঁরা মদ‍্যপান করেন। সোমবার ভোরে পুরুষ বন্ধুটি বেরিয়ে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন ওই তরুণী। পুরুষ বন্ধুটিকে ফোন করেও ডাকেন তিনি। মহম্মদ চাঁদের বাড়ি তিলজলা এলাকায় বলে জানা গিয়েছে।

ফোন করে ডাকার পরে মহম্মদ চাঁদ ওই গেস্ট হাউসে যান। তাঁর দাবি, তরুণী অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। সকাল ১১টা নাগাদ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবনের কারণে তরুণীর তরুণী অসুস্থ বোধ করছিলেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। সেখানে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রের খবর। যদিও সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

সোমবার দুপুর ১২টা নাগাদ আনন্দপুর থানা এলাকাতেই বাইপাসের ধারের এক পিকনিক স্পটে গাছের ডাল থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহটি মাটি থেকে ৫০-৬০ ফুট উঁচুতে ঝুলছিল। গলায় ছিল গামছার ফাঁস। দেহটিকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নীলরতন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সেই মৃত্যুরহস্যের এখনও কিনারা হয়নি। এই অবস্থায় আনন্দপুরে আর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।


Share