IndiGo cancels multiple flights

দেশ জুড়ে ২৭০ টির বেশি উড়ান বাতিল, গুরুতর মন্দার মুখে ইন্ডিগো

সাম্প্রতিক সময়ে ইন্ডিগো তাদের সবচেয়ে গুরুতর মন্দার মুখোমুখি হচ্ছে। ফলে দেশব্যাপী হাজার হাজার যাত্রী আটকে পড়েছে। উড়ান বাতিল থেকে শুরু করে ক্রমশ ঘণ্টার পর ঘণ্টা দেরি বিমানবন্দরগুলিতে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:০৮

দেশ জুড়ে ২৭০টিরও বেশি উড়ান বাতিল ইন্ডিগোর৷ চরম ভোগান্তি যাত্রীদের৷ সময়সূচীতেও বিরাট পরিবর্তন আনা হয়েছে৷ যার ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

সাম্প্রতিক সময়ে ইন্ডিগো তাদের সবচেয়ে গুরুতর মন্দার মুখোমুখি হচ্ছে। ফলে দেশব্যাপী হাজার হাজার যাত্রী আটকে পড়েছে। উড়ান বাতিল থেকে শুরু করে ক্রমশ ঘণ্টার পর ঘণ্টা দেরি বিমানবন্দরগুলিতে। যাত্রীদের চরম সমস্যার সৃষ্টি হয়েছে৷ 

গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০টি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। এই সঙ্কটের কারণে ডিজিসিএ-র সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিমান সংস্থাটির পক্ষ থেকে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং এর বিকল নেটওয়ার্ক স্থিতিশীল করার জন্য তৎপরতা শুরু হয়েছে।

ইন্ডিগো ‘অপ্রত্যাশিত অপারেশনাল সমস্যার’ একটি মিলের কথা উল্লেখ করেছে – প্রযুক্তিগত ত্রুটি এবং শীতকালীন সময়সূচীর পরিবর্তন থেকে শুরু করে আবহাওয়া এবং যানজট – কিন্তু লাইন এবং টার্মিনালে আটকে থাকা যাত্রীদের জন্য, এর প্রভাব তাৎক্ষণিক এবং গভীরভাবে বিঘ্নিত হয়েছে।


Share