Kolkata Metro

একটাই স্ক‍্যানার মেশিন, ব‍্যাগ চেকিং করতে লম্বা লাইন দক্ষিণেশ্বরে, অফিস টাইমে দুর্ভোগ যাত্রীদের

এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই ব‍্যাবস্থা করা হয়েছে। বর্তমানে সব যাত্রীদেরই স্ক‍্যানার মেশিনে ব‍্যাগ চেক করিয়েই যেতে হবে। এক্ষেত্রে যাত্রীদের সহযোগিতাও চাওয়া হয়েছে। দ্বিতীয় স্ক‍্যানার মেশিন বসানোর বিষয়ে মেট্রো রেলের এক কর্তা বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে। মেট্রো রেলের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।”

ব‍্যাগ চেক করাতে দক্ষিণেশ্বরে লম্বা লাইন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১২:০২

নেই কোনও বিকল্প ব্যবস্থা। একটাই স্ক‍্যানার মেশিনের দ্বারাই চলছে ব‍্যাগের চেকিং। তা করাতেই লম্বা লাইন দক্ষিণেশ্বরে। অফিস টাইমে দুর্ভোগে পড়তে হচ্ছে অফিস যাত্রীদের। রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন যাত্রীরা। 

দিল্লি বিস্ফোরণের ঘটনার পরে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে অতিরিক্ত নজরদারি চলছে। চলছে তল্লাশি। সেই মতো কলকাতা মেট্রোর প্রায় সমস্ত স্টেশনেই চলছে তল্লাশি। আবার এমনও মেট্রো স্টেশনের গেট রয়েছে যেখানে একটিও স্ক‍্যানার মেশিন নেই। যেমন ধর্মতলার গেট ২। আবার দক্ষিণেশ্বর স্টেশনে রয়েছে একটি স্ক‍্যানার মেশিন। প্রবেশের পথও একটাই। 

দক্ষিণেশ্বর স্টেশনে পূর্ব রেলের ডানকুনি-শিয়ালদহ লাইন রয়েছে। স্বাভাবিকভাবেই হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার একাংশের যাত্রীদের চাপ রয়েছে। নির্দেশ মতো অফিস টাইমে সমস্ত যাত্রীদের ব‍্যাগ চেকিং করছেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। তা চেক করতেই অফিস টাইমে যাত্রীদের লম্বা লাইন হচ্ছে।

এর জেরে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের একাংশের অভিযোগ, স্টেশনে একটাই স্ক‍্যানার মেশিন থাকায় প্রতিদিন একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক যাত্রী বলেন, “আমার অফিস সেন্ট্রালে। ১১টার মধ্যে ঢুকতে হয়। প্রতিদিন একই ঘটনা ঘটেছে। দেরি হয়ে যাচ্ছে ঢুকতে।” আরেক যাত্রী জানান, তার স্বামী মেডিকেল কলেজে ভর্তি আছেন। এই অবস্থায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় দেখা করার সময় পেরিয়ে যাচ্ছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে মেট্রো রেল। আরেক দক্ষিণেশ্বরে যাত্রীর দাবি, মেট্রো নিরাপত্তা জোরদার করা হয়েছে, এটা ভালো উদ্যোগ।

এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই ব‍্যাবস্থা করা হয়েছে। বর্তমানে সব যাত্রীদেরই স্ক‍্যানার মেশিনে ব‍্যাগ চেক করিয়েই যেতে হবে। এক্ষেত্রে যাত্রীদের সহযোগিতাও চাওয়া হয়েছে। দ্বিতীয় স্ক‍্যানার মেশিন বসানোর বিষয়ে মেট্রো রেলের এক কর্তা বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে। মেট্রো রেলের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।”


Share