One Arrest In Haridevpur Gang Rape Case

হরিদেবপুর গনধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত গ্রেফতার, বর্ধমান স্টেশন থেকে পাকড়াও করল পুলিশ

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। তরুনীর বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে তিনি তাঁর বন্ধু চন্দন মল্লিকের সঙ্গে হরিদেবপুর থানার মালঞ্চ এলাকার একটি বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে দু’জন মিলে গণধর্ষণ করে। মঙ্গলবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিদেবপুরে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩

হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের ঘটনায় পাঁচদিন পরে গ্রেফতার অন‍্যতম অভিযুক্ত চন্দন মল্লিক। পুলিশ সূত্রের খবর, তাঁকে মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। অন্য আরেক অভিযুক্ত দেবাংশু বিশ্বাসের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। তরুনীর বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে নির্যাতিতা তরুণী তাঁর বন্ধু চন্দন মল্লিকের সঙ্গে হরিদেবপুর থানার মালঞ্চ এলাকার একটি বাড়িতে গিয়েছিলেন। সেখানে অন‍্য এক বন্ধুর জন্মদিনের পার্টি হবে বলে জানতেন। ওই বাড়িতে গিয়ে তরুণী দেখেন, সেখানে চন্দন আর দেবাংশু ছাড়া আর কেউ নেই। কোনও পার্টিও হচ্ছে না। এর পরেই ওই ফ্ল্যাটের ঘরে দুই বন্ধু মিলে ধর্ষণ করে। শনিবার সকালে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুত্রের খবর, ঘটনার অভিযোগ পাওয়ার পরে নির্যাতিতার মেডিকেল করানো হয়েছে। তাতে নির্যাতনের চিহ্ন মিলেছে।

নির্যাতিতার আভিযোগ, তাঁকে জোর করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রথমে তিনি জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছেতেই ওই বাড়িতে গিয়েছিলেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত চন্দন এবং দেবাংশু। এ বার তাঁদের মধ্যে একজন চন্দন মল্লিক ধরা পড়েছে। দেবাংশু বিশ্বাসের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনার পরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিজেপির অভিযোগ, অভিযুক্তেরা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী। প্রদেশ কংগ্রেসও একই অভিযোগ করেছিল। বিজেপির অভিযোগ, দেবাংশু বিশ্বাস সরকারি চাকরি করে। দেবাংশু বিশ্বাস সরকারি কর্মচারী সংগঠনের নেতা বলেও দাবি করেন তাঁরা। সুত্রের খবর, অভিযুক্ত দেবাংশু বিশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রাজস্ব ইন্সপেক্টর পদে কর্মরত। ধৃত চন্দন মল্লিক তাঁর বন্ধু।

জানা গিয়েছে, যে বাড়িতে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা ভাড়াতে নেওয়া হয়েছিল। ওই ফ্ল্যাটের মালিক জানিয়েছিলেন, “দেবাংশু বিশ্বাস ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। বলেছিলেন, তিনি সরকারি চাকরি করেন। মাকে নিয়ে তিনি থাকবেন।” ফ্ল্যাটের মালিককেও শনিবার সেখানে নিয়ে যায় পুলিশ।


Share