Attempt to Murder

বিবি গাঙ্গুলি স্ট্রিটের গেস্ট হাউসে তরুণীকে ছুরির কোপ, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

গেস্ট হাউসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার নিকটবর্তী এনআরএস হাসপাতালে পাঠায়। সেখানেই তরুণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, তরুণীর ঘারে গুরুতর আঘাত লেগেছে। পড়েছে একাধিক সেলাই।

তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২১

খাস কলকাতায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি গেস্ট হাউসে ঘটনাটি ঘটেছে। তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত প্রেমিককে  গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, ২০ দিন আগে দিঘায় গিয়েছিল যুগল। গত শনিবার সেখান থেকে এসে মুচিপাড়া থানা এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন। পুলিশ সূত্রে খবর, তরুণীর আধার কার্ড নিয়ে রেখেছিল প্রেমিক। নিজের আধার কার্ড চাইতে গেলে প্রেমিকের সঙ্গে অশান্তি হয়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময় সামনে থাকা একটি ছুরি দিয়ে তরুণীকে কোপ মারে যুবক। তার পরেই গেস্ট হাউস ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

জানা গিয়েছে, গেস্ট হাউসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার নিকটবর্তী এনআরএস হাসপাতালে পাঠায়। সেখানেই তরুণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, তরুণীর ঘারে গুরুতর আঘাত লেগেছে। পড়েছে একাধিক সেলাই। 

হাসপাতালে তরুণীর কাছ থেকে অভিযোগ নেয় পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। হোটেল এবং এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম প্রদীপকুমার সেলভারাজ। তিনি চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর নেপথ্যে অন‍্য কোনও কারণ আছে কি না, তা নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাঁকে পুলিশি হেফাজত চেয়ে আদালতে হাজির করানো হবে।


Share