Death

চম্পাটির বাজি বিস্ফোরণে মৃত্যু একজনের, আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গৌরহরির শরীরে প্রায় ১০০ শতাংশ বার্ন ইনজুরি ছিল। আহতদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর নাম কিসান অধিকারী। তিনিও এমআর বাঙুরে চিকিৎসাধীন। তাঁর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ বলে হাসপাতাল সূত্রে খবর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০১:০৯

চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু একজনের। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। শনিবার গভীর রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়ালে এই বিস্ফোরণ হয়। ঘটনায় চারজন জখম হয়েছিলেন। গৌরহরিও তাঁদের মধ্যে ছিলেন। বিস্ফোরণের পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গৌরহরির শরীর প্রায় ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। আহতদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাঁর নাম কিসান অধিকারী। তিনিও এমআর বাঙুরে চিকিৎসাধীন। তাঁর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ বলে হাসপাতাল সূত্রে খবর।

বিশ্বজিৎ মণ্ডল ও রাহুল পুই নামে আরও দু’জন পঞ্চসায়র সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাহুলের অবস্থাও ভালো নয় বলেই খবর। তাঁর শরীরেরও সিংহভাগ পুড়ে গিয়েছে।

এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, কারখানার ইটের দেওয়াল, অ্যাজবেস্টরের ছাউনি উড়ে যায়। আশেপাশের বেশ কয়েকটি বাড়িরও ভালোরকম ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরেই এই বাজি কারখানা চলছে। কারখানাটি বেআইনি বলেও দাবি তাঁদের। পুলিশ সূত্রে খবর, কারখানার যিনি মালিক সেই বিধান নস্করের বাজি মজুত রাখা ও বাজি বিক্রির লাইসেন্স ছিল। কিন্তু বাজি তৈরির লাইসেন্স ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Share